ক : খ = ৭ : ৫ এবং খ : গ = ৮ : ৯ হলে, ক : খ : গ = কত?
A
৫৬ : ৪৫ : ৪০
B
৪৫ : ৫৬ : ৪০
C
৫৬ : ৪০ : ৪৫
D
৪০ : ৪৫ : ৫৬
উত্তরের বিবরণ
সমাধান:
ক : খ = ৭ : ৫ = (৭ × ৮) : (৫ × ৮) = ৫৬ : ৪০
খ : গ = ৮ : ৯ = (৮ × ৫) : (৯ × ৫) = ৪০ : ৪৫
∴ ক : খ : গ = ৫৬ : ৪০ : ৪৫

0
Updated: 2 days ago
ক, খ ও গ
একজাতীয় রাশি। ক : খ = ৩
: ৪, খ : গ = ৬
: ৫ হলে ক : খ
: গ = কত?
Created: 1 month ago
A
৩ :
৬ : ৫
B
৯ :
১২ : ১৪
C
৯ :
১২ : ১০
D
৪ :
৬ : ৫
প্রশ্ন: ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = ৩ : ৪, খ : গ = ৬ : ৫ হলে ক : খ : গ = কত?
সমাধান:
এখানে খ সাধারণ পদ
খ এর মান ৪ ও ৬ এর ল.সা.গু = ১২
প্রথম অনুপাত,
ক : খ = ৩ : ৪
= (৩ × ৩) : (৪ × ৩)
= ৯ : ১২
দ্বিতীয় অনুপাত,
খ : গ = ৬ : ৫
= (৬ × ২) : (৫ × ২)
= ১২ : ১০
∴ ক : খ : গ = ৯ : ১২ : ১০

0
Updated: 1 month ago
বার্ষিক ৪% হার সুদে ১০০০ টাকার ৩ বছরে যত সুদ হয়, বার্ষিক ৬% হার সুদে কত টাকার ২ বছরে তত সুদ হয়?
Created: 3 weeks ago
A
১৬০০ টাকা
B
১০০০ টাকা
C
১৮০০ টাকা
D
১৩৬০ টাকা
প্রশ্ন: বার্ষিক ৪% হার সুদে ১০০০ টাকার ৩ বছরে যত সুদ হয়, বার্ষিক ৬% হার সুদে কত টাকার ২ বছরে তত সুদ হয়?
সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৪ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৪/১০০ টাকা
∴ ১০০০ টাকার ৩ বছরের সুদ = (৪ × ১০০০ × ৩)/১০০ টাকা
= ১২০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = ৬ টাকা
∴ ১০০ টাকার ২ বছরের সুদ = (৬ × ২) টাকা = ১২ টাকা
এখন,
১২ টাকা সুদ যখন আসল = ১০০ টাকা
∴ ১ টাকা সুদ যখন আসল = ১০০/১২ টাকা
∴ ১২০ টাকা সুদ যখন আসল = (১০০ × ১২০)/১২ টাকা
= ১০০০ টাকা ।

0
Updated: 3 weeks ago
কুমিল্লায় বর্তমান জনসংখ্যা ২৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে, ২ বছর পর কুমিল্লা শহরের জনসংখ্যা কত হবে?
Created: 3 weeks ago
A
৩২,২৪,০০০ জন
B
৩২,৮২,০০০ জন
C
২৫,৭২,০০০ জন
D
২৫,৪৬,১৬০ জন
প্রশ্ন: কুমিল্লায় বর্তমান জনসংখ্যা ২৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে, ২ বছর পর কুমিল্লা শহরের জনসংখ্যা কত হবে?
সমাধান:
এখানে,
শহরটির বর্তমান জনসংখ্যা, P = ২৪০০০০০
জনসংখ্যা বৃদ্ধির হার, r = ৩০/১০০০ = ৩/১০০
সময়, n = ২ বছর
সুতরাং ২ বছর পর মোট জনসংখ্যা হবে, C = ২৪০০০০০{১ + (৩/১০০)}২
= ২৪০০০০০ × (১০৩/১০০)× (১০৩/১০০)
= ২৫,৪৬,১৬০ জন

0
Updated: 3 weeks ago