৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩, তৃতীয় অঙ্ক ৮ হলে মধ্যম অঙ্কটি কত?
A
৬
B
৭
C
৮
D
৯
উত্তরের বিবরণ
সমাধান:
অঙ্কগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।
অপশন টেস্ট করলে পাই,
৩ + ৬ + ৮ = ১৭ ; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
৩ + ৭ + ৮ = ১৮ ; যা ৯ দ্বারা বিভাজ্য।
৩ + ৮ + ৮ = ১৯ ; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
৩ + ৯ + ৮ = ২০ ; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।

0
Updated: 2 days ago
১৩৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
Created: 1 week ago
A
৪
B
২
C
৫
D
৬
প্রশ্ন: ১৩৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
সমাধান:
১৩৫০ এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করলে পাই,
১৩৫০ = ২ × ৩ × ৩ × ৩ × ৫ × ৫
= ২ × ৩৩ × ৫২
জোড়া গঠন করে পাই = ২ × (৩ × ৩) × ৩ × (৫ × ৫)
এখানে, জোড়া বিহীন সংখ্যা = ২ × ৩ = ৬
সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা পেতে, ১৩৫০ কে ৬ দ্বারা গুণ করতে হবে।
∴ ৬ দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

0
Updated: 1 week ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


Created: 4 weeks ago
A
4
B
7
C
9
D
11
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 9
প্রথম চিত্রে,
(11 + 4) - (5 + 3)
= 15 - 8 = 7
দ্বিতীয় চিত্রে,
(7 + 12) - (9 + 4)
= 19 - 13 = 6
তৃতীয় চিত্রে,
(3 + 14) - (2 + 6)
= 17 - 8 = 9

0
Updated: 4 weeks ago
একটি সংখ্যা ৮৮৮ থেকে যত ছোট, ৬৬৬ থেকে তত বড়। সংখ্যাটি কত?
Created: 1 week ago
A
৭৭৭
B
৭৮৮
C
৬৯০
D
৫৫৫
প্রশ্ন: একটি সংখ্যা ৮৮৮ থেকে যত ছোট, ৬৬৬ থেকে তত বড়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যা = ক
প্রশ্নমতে,
৮৮৮ - ক = ক - ৬৬৬
⇒ ৮৮৮ + ৬৬৬ = ক + ক
⇒ ১৫৫৪ = ২ক
⇒ ক = ১৫৫৪/২
∴ ক = ৭৭৭
অতএব, সংখ্যাটি = ৭৭৭

0
Updated: 1 week ago