ভিকো সমাজ বিবর্তনে কয়টি যুগের কথা বলেছেন?

A

৫টি 

B

৬টি


C

৪টি

D

৩টি 


উত্তরের বিবরণ

img

ভিকো (Giambattista Vico) সমাজবিবর্তন ব্যাখ্যা করতে তিনটি যুগের কথা বলেছেন, যা মানুষের চিন্তা, বিশ্বাস ও সামাজিক সংগঠনের ক্রমান্বয়িক বিকাশ নির্দেশ করে। তাঁর মতে, সমাজ ধর্মনির্ভর অবস্থা থেকে যুক্তিনির্ভর অবস্থায় অগ্রসর হয়।

তিনটি যুগ হলো—

  • ঈশ্বরতান্ত্রিক যুগ (The Age of Gods / Divine Age): এটি সমাজবিকাশের প্রাথমিক ধাপ, যেখানে মানুষ প্রাকৃতিক শক্তিকে দেবতা হিসেবে কল্পনা করত। ধর্ম, আচার ও কুসংস্কার জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলত। সমাজে আইন ও নিয়ম ছিল মূলত ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে

  • রাজা বা নোবেল যুগ (The Age of Heroes / Aristocratic Age): এ যুগে সমাজের নিয়ন্ত্রণ চলে যায় রাজা, বীর ও যোদ্ধা শ্রেণির হাতে। সামরিক ক্ষমতা ও অভিজাত বংশগৌরব ছিল সমাজ পরিচালনার প্রধান উপাদান। সাধারণ মানুষ ছিল শাসকশ্রেণির অধীনস্থ।

  • মানববুদ্ধির যুগ (The Age of Humans / Human Age / Age of Reason): এই যুগে মানুষ বুদ্ধি, যুক্তি ও স্বতন্ত্র চিন্তাশক্তি প্রয়োগ করতে শুরু করে। ধর্মীয় প্রভাব কমে গিয়ে মানবিক মূল্যবোধ, আইন, রাজনীতি ও যুক্তিবাদী চিন্তাধারা সমাজে গুরুত্ব পায়।

ভিকোর এই ধারণা সমাজের ধর্মীয়, অভিজাত ও যুক্তিবাদী তিন ধাপের মধ্য দিয়ে মানবসভ্যতার বিকাশকে ব্যাখ্যা করে।

Unfavorite

0

Updated: 2 days ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD