যদি P = 16 এবং TAP = 37 হয় তবে CUP-কত?
A
40
B
38
C
36
D
39
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি P = 16 এবং TAP = 37 হয় তবে CUP-কত?
সমাধান:

দেওয়া আছে,
P = 16
এবং TAP = 37
ইংরেজি বর্ণমালা হতে পাই,
T + A + P = 20 + 1 + 16 = 37
সেই অনুসারে,
CUP = C + U + P = 3 + 21 + 16 = 40
অর্থাৎ, CUP এর মান 40.
0
Updated: 3 months ago
১৫ গ্রাম ওজনের একটি পিতলের চামচে তামা ও দস্তার অনুপাত ৪ : ১ । এতে আরো কত গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ হবে?
Created: 1 month ago
A
১ গ্রাম
B
৩ গ্রাম
C
৫ গ্রাম
D
৬ গ্রাম
প্রশ্ন: ১৫ গ্রাম ওজনের একটি পিতলের চামচে তামা ও দস্তার অনুপাত ৪ : ১ । এতে আরো কত গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ হবে?
সমাধান:
পিতলের চামচে তামা ও দস্তার অনুপাত ৪ : ১
অনুপাতের যোগফল = ৪ + ১ = ৫
চামচে তামার পরিমাণ = ১৫ × (৪/৫) = ১২ গ্রাম
এবং
দস্তার পরিমাণ = ১৫ × (১/৫) = ৩ গ্রাম
ধরি,
চামচে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ করতে তামা মেশাতে হবে = ক গ্রাম
প্রশ্নমতে,
(১২ + ক)/৩ = ৫/১
বা, ১২ + ক = ১৫
বা, ক = ১৫ - ১২
বা, ক = ৩
∴ পিতলের চামচে আরো ৩ গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ হবে।
0
Updated: 1 month ago
In a business, the ratio of the capitals of A and B is 2 : 1, that of B and C is 4 : 3 and that of D and C is 6 : 5. What is the ratio of the capitals of A and D?
Created: 2 months ago
A
5 : 9
B
12 : 17
C
11 : 15
D
20 : 9
Solution:
Given,
A : B = 2 : 1 ⇒ A/B = 2/1
B : C = 4 : 3 ⇒ B/C = 4/3
D : C = 6 : 5 ⇒ C/D = 5/6
Now, A/D = (A/B) × (B/C) × (C/D)
= (2/1) × (4/3) × (5/6)
= 20/9
∴ A/D = 20 : 9
0
Updated: 2 months ago
Three numbers are in the ratio 2 : 3 : 5, and their H.C.F. is 15. What is their L.C.M.?
Created: 2 months ago
A
450
B
600
C
300
D
475
Question: Three numbers are in the ratio 2 : 3 : 5, and their H.C.F. is 15. What is their L.C.M.?
Solution:
দেওয়া আছে,
সংখ্যা তিনটির গ. সা. গু ১৫
সংখ্যা তিনটি হচ্ছে (২ × ১৫) বা ৩০, (৩ × ১৫) বা ৪৫, (৫ × ১৫) বা ৭৫
এখন,
৩০, ৪৫, ৭৫ এর ল. সা. গু = ৪৫০
0
Updated: 2 months ago