”তুর্কি-নাচন” বাগ্ধারাটির অর্থ কী?
A
তুমুল কাণ্ড
B
ক্ষণস্থায়ী
C
অনুসন্ধান
D
তোষামোদ
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় বাগ্ধারার মাধ্যমে নির্দিষ্ট অর্থ বা ভাব প্রকাশ করা হয়, যা সরাসরি শব্দার্থ থেকে বোঝা যায় না। নিচে কিছু বাগ্ধারার সঠিক অর্থ দেওয়া হলো—
-
তুর্কি-নাচন = তুমুল কাণ্ড
-
তাসের ঘর = ক্ষণস্থায়ী
-
টুঁ মারা = অনুসন্ধান
-
তেল মাখানো = তোষামোদ

0
Updated: 2 days ago
'আককুটে' বাগ্ধারার অর্থ কী?
Created: 2 weeks ago
A
নিচ ব্যক্তি
B
অমিতব্যয়ী
C
অত্যন্ত অলস
D
বেখাপ্পা
‘আককুটে’ বাগধারার অর্থ হলো অমিতব্যয়ী বা বেহিসাবি।
অন্য কিছু প্রাসঙ্গিক বাগধারার অর্থ হলো:
-
‘অকর্মার ধাড়ি’ — অত্যন্ত অলস।
-
‘আস্তাকুঁড়ের পাতা’ — নিচ ব্যক্তি।
-
‘আখাম্বা’ — বেখাপ্পা।

0
Updated: 2 weeks ago
কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
Created: 1 month ago
A
কুল কাঠের আগুন
B
তুষের আগুন
C
কলির সন্ধ্যা
D
রাবনের চিতা
কুল কাঠের আগুন - তীব্র জালা
তুষের আগুন - দীর্ঘ ও দুঃসহ যন্ত্রণা
কলির সন্ধ্যা - দুঃখের সুচনা
রাবণের চিতা - চির অশান্তি

0
Updated: 1 month ago
’শরতের শিশির’ বাগ্ধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
দুঃসময় বন্ধু
B
নিষ্ক্রিয় দর্শক
C
ভণ্ড
D
ক্ষণস্থায়ী
বাগ্ধারার অর্থ
-
শরতের শিশির → ক্ষণস্থায়ী
-
সাক্ষী গোপাল → নিষ্ক্রিয় দর্শক
-
বর্ণচোরা → ভণ্ড
-
সুখের পায়রা → সুদিনের বন্ধু
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago