’চতুর্ভুজ’ কোন সমাসের উদাহরণ?
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
দ্বন্দ্ব সমাস
উত্তরের বিবরণ
যে বহুব্রীহি সমাসে পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলা হয়। এই ধরনের সমাসে সংখ্যা-সূচক শব্দ দ্বারা বস্তুর সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়।
উদাহরণ:
-
চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ
-
সে (তিন) তার যে যন্ত্রের = সেতার
উল্লেখ্য, বহুব্রীহি সমাস হলো এমন এক সমাস, যেখানে পূর্বপদ বা পরপদের কোনোটি নিজ অর্থে ব্যবহৃত না হয়ে অন্য কোনো অর্থ বোঝায়।
উদাহরণ:
-
বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত
-
লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি

0
Updated: 2 days ago
'সিংহাসন' - কোন সমাস?
Created: 1 month ago
A
দ্বন্দ্ব সমাস
B
কর্মধারয় সমাস
C
নিত্য সমাস
D
তৎপুরুষ সমাস
• মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
- ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন:
- সিংহাসন = সিংহ চিহ্নিত আসন,
- আয়কর = আয়ের উপর কর।

0
Updated: 1 month ago
'সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য' কোন সমাস?
Created: 4 months ago
A
বহুব্রীহি সমাস
B
নিত্য সমাস
C
অব্যয়ীভাব সমাস
D
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
যে সমাসে পূর্বপদে অব্যয় যুক্ত হয়ে সমাস নিষ্পন্ন হয় এবং অব্যয়ের অর্থই মূল প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। এই সমাসে মূলত অব্যয়ের অর্থ অনুযায়ী পুরো বাক্যটি গঠিত হয়।
উদাহরণ:
-
‘উৎ’ অর্থে বেলাকে অতিক্রম করেছে = উদ্বেল,
-
শৃঙ্খলাকে অতিক্রম করেছে = উচ্ছৃঙ্খল,
-
সাধ্যের মধ্যে থেকে (সাধ্যকে অতিক্রম না করে) = যথাসাধ্য,
-
ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০১৯ ও ২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 months ago
সমাস শব্দের অর্থ কি?
Created: 1 month ago
A
বিশ্লেষণ
B
সংযোজন
C
সংশ্লেষণ
D
সংক্ষেপণ
”সমাস” শব্দের অর্থ - সংক্ষেপণ ।

0
Updated: 1 month ago