’উজানে মৃত্যু’ নাটকের লেখক কে?
A
মুনীর চৌধুরী
B
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C
সৈয়দ ওয়ালীউল্লাহ
D
মামুনুর রশীদ
উত্তরের বিবরণ
‘উজানে মৃত্যু’ নাটকটি বিখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত। তিনি বাংলা সাহিত্যে আধুনিক মানসিকতা ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে পরিচিত। নিচে তাঁর জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো—
-
জন্ম: ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
-
পিতা: সৈয়দ আহমদ উল্লাহ, যিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন।
-
দাম্পত্য জীবন: ফরাসি নাগরিক এ্যান মেরি-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
-
তাঁর স্ত্রী মিসেস মেরি ওয়ালীউল্লাহ তাঁর প্রথম উপন্যাস ‘লালসালু’ ফরাসি ভাষায় অনুবাদ করেন, যা পরে ইংরেজিতে Tree Without Roots নামে প্রকাশিত হয়।
রচিত নাটকসমূহ:
-
উজানে মৃত্যু
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
রচিত উপন্যাসসমূহ:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
রচিত গল্পগ্রন্থসমূহ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প

0
Updated: 2 days ago
'লালসালু' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
Created: 2 weeks ago
A
১৯৪০ সালে
B
১৯৪১ সালে
C
১৯৫৮ সালে
D
১৯৪৮ সালে
'লালসালু' উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত একটি কালজয়ী সাহিত্যকর্ম, যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এটি ধর্ম, সমাজচেতনা ও নারী জাগরণের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন করে। উপন্যাসটি ইংরেজিতে Tree Without Roots (১৯৬৭) নামে অনূদিত হয়েছে।
-
উপন্যাসের বৈশিষ্ট্য: বহুমাত্রিক ও কালোত্তীর্ণ।
-
মূল বিষয়: ধর্ম, ব্যক্তি স্বার্থ, নারী জাগরণ ও সমাজচেতনা।
-
উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, জমিল, আমেন, খালেক ব্যাপার, রহিম, আক্কা, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
সৈয়দ ওয়ালীউল্লাহ:
-
আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার।
-
জন্ম: ১৯২২ সালের ১৫ আগস্ট, চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকা।
-
প্রথম উপন্যাস: লালসালু।
উপন্যাসসমূহ:
-
কাঁদো নদী কাঁদো
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
নাটকসমূহ:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
-
উজানে মৃত্যু

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস নয়?
Created: 2 weeks ago
A
লালসালু
B
চাঁদের অমাবস্যা
C
বহিপীর
D
কাঁদো নদী কাঁদো
সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আহমদ উল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা। তিনি ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মিসেস মেরি সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন, এবং পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।
-
নাটকসমূহ:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
-
-
উপন্যাসসমূহ:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
-
-
গল্পগ্রন্থসমূহ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প
-

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের সাহিত্যে কোন লেখকের রচনায় চেতনা প্রবাহ রীতির প্রয়োগ লক্ষ্য করা যায়?
Created: 5 days ago
A
সৈয়দ ওয়ালিউল্লাহ
B
শওকত ওসমান
C
মাহমুদুল হক
D
রশীদ করিম
বাংলাদেশের উপন্যাস সাহিত্যে সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২–১৯৭১) আধুনিক চিন্তাধারা, বিশেষত পাশ্চাত্য জীবনদৃষ্টি ও শিল্পবোধ আত্মস্থ করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। তিনি বাংলা উপন্যাসে প্রথম চেতনাপ্রবাহ (Stream of Consciousness) কৌশলকে সফলভাবে প্রয়োগ করে এক নতুন শিল্পধারার সূচনা করেন।
-
তাঁর ‘চাঁদের অমাবস্যা’ (১৯৬৪) ও ‘কাঁদো নদী কাঁদো’ (১৯৬৮) উপন্যাস দুটি বাংলা সাহিত্যে অস্তিত্ববাদী জীবনদর্শনের উৎকৃষ্ট প্রকাশ।
-
এই উপন্যাসগুলোয় তিনি মানুষের অন্তর্দ্বন্দ্ব, একাকিত্ব ও জীবনের অর্থহীনতাকে গভীর মনস্তাত্ত্বিক দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন।
-
চেতনাপ্রবাহ কৌশল প্রয়োগের মাধ্যমে লেখক চরিত্রের মানসজগৎ, ভাবনা ও অচেতন মনকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থাপন করেছেন।
-
তাঁর লেখায় আঙ্গিকের নতুনত্ব, দার্শনিক গভীরতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই তিনটি বৈশিষ্ট্য তাঁকে সমসাময়িক লেখকদের থেকে আলাদা করে তুলেছে।
-
ফলে সৈয়দ ওয়ালীউল্লাহকে বাংলা উপন্যাসে মনস্তাত্ত্বিক বাস্তবতা ও অস্তিত্ববাদী দর্শনের শিল্পিত উপস্থাপক হিসেবে গণ্য করা হয়।

0
Updated: 5 days ago