নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-
A
পারমাণবিক জ্বালানি
B
পীট কয়লা
C
ফুয়েল সেল
D
সূর্য
উত্তরের বিবরণ
- 'সূর্য তথা সৌর শক্তি' একটি নবায়নযোগ্য শক্তি এবং বাকিগুলো অনবায়নযোগ্য শক্তি।
শক্তির উৎস:
- শক্তির উৎস প্রধানত দুই প্রকার।
যথা -
১। নবায়নযোগ্য শক্তির উৎস:
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়।
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
- নবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে-
• সৌর শক্তি,
• জলবিদ্যুৎ,
• বায়ু বিদ্যুৎ,
• বায়োগ্যাস,
• ভূ-তাপীয় শক্তি ইত্যাদি।
২। অনবায়নযোগ্য শক্তির উৎস:
- অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না।
- প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত।
- অনবায়নযোগ্য শক্তির উৎপাদনের খরচ বেশি এবং এটি অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়।
- অনবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে-
• কয়লা,
• খনিজ তেল,
• প্রাকৃতিক গ্যাস,
• নিউক্লিয় শক্তি বা পারমাণবিক শক্তি ইত্যাদি।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 4 months ago
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য মূলত কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়?
Created: 7 hours ago
A
পারমাণবিক সংযোজন
B
পারমাণবিক বিভাজন
C
তেজস্ক্রিয় ক্ষয়
D
আয়নীকরণ
পারমাণবিক বিভাজন (Nuclear Fission) হলো একটি প্রক্রিয়া, যেখানে ভারী পরমাণুর নিউক্লিয়াস (যেমন ইউরেনিয়াম-235 বা প্লুটোনিয়াম-239) ভেঙে দুটি বা ততোধিক হালকা নিউক্লিয়াসে পরিণত হয় এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি সাধারণত পানিকে বাষ্পে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনে সহায়ক।
নিউক্লিয়ার ফিশন সম্পর্কিত তথ্য:
-
এটি একটি পারমাণবিক প্রক্রিয়া যেখানে ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াসে পরিণত হয়।
-
একে বিয়োজন বিক্রিয়া নামেও ডাকা হয়।
-
এই বিক্রিয়ার ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পারমাণবিক অস্ত্র, বিশেষ করে পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়।
অন্যান্য প্রাসঙ্গিক প্রক্রিয়া:
-
পারমাণবিক সংযোজন (Nuclear Fusion): হালকা পরমাণু মিলিয়ে ভারী পরমাণু তৈরি করে, যা সূর্যের শক্তির উৎস, তবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎকেন্দ্রে এখনো ব্যবহারযোগ্য নয়।
-
তেজস্ক্রিয় ক্ষয় (Radioactive Decay): স্বতঃস্ফূর্তভাবে নিউক্লিয়াস থেকে কণা বা বিকিরণ নির্গমন করে, যা বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া নয়।
-
আয়নীকরণ (Ionization): ইলেকট্রন যোগ-বিয়োগ করে আয়ন তৈরি করে, যা বিদ্যুৎ উৎপাদনের প্রধান প্রক্রিয়া নয়।

0
Updated: 7 hours ago
দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ -
Created: 4 months ago
A
এতে বিদ্যুতের অপচয় কম হয়
B
এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
C
অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
D
প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
- বৈদ্যুতিক তারের রোধ থাকে, যার ফলে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বিদ্যুৎ সবটুকু না গিয়ে কিছু অংশ অপচয় হয়।
- ফলে দুরত্ব যত বেশি হয় রোধ তত বেশি হয়।
- ফলে বিদ্যুতের অপচয় কমানোর জন্য দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করা হয়।
উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 4 months ago
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা-
Created: 4 months ago
A
তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
B
তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
C
যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
D
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
শক্তির রূপান্তর:
- মাইক্রোফোন- শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।
- বৈদ্যুতিক মোটর- তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।
- লাউড স্পিকার ও বৈদ্যুতিক ঘন্টা বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
- জেনারেটর বা ডায়নামো- যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।
- মোবাইল ফোনের ব্যাটারিকে বিদ্যুৎ দিয়ে চার্জ দেওয়ার ফলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 4 months ago