২ ঘন্টা ৪০ মিনিট ৬ ঘন্টার কত অংশ?
A
১/৬
B
১/৫
C
৪/৯
D
১/৪
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২ ঘন্টা ৪০ মিনিট ৬ ঘন্টার কত অংশ?
সমাধান:
আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট
দেওয়া আছে,
২ ঘণ্টা ৪০ মিনিট = (২ × ৬০) + ৪০ = ১৬০ মিনিট।
এবং ৬ ঘণ্টা = (৬ × ৬০) = ৩৬০ মিনিট।
∴ ২ ঘন্টা ৪০ মিনিট ৬ ঘণ্টার ১৬০/৩৬০ = ৪/৯ অংশ।
0
Updated: 3 months ago
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
Created: 1 month ago
A
৭০
B
৮০
C
৯০
D
৯৮
প্রশ্ন: ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
সমাধান:
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০
মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার
ধরি,
পেট্রোল মিশাতে হবে = ক লিটার
প্রশ্নমতে,
৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
0
Updated: 1 month ago
একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয়মূল্যের অনুপাত ৩ঃ৭। তাদের বিক্রয় মূল্যের অনুপাত ১ঃ৪। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে কলমের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যে অনুপাত কত?
Created: 1 week ago
A
৩ঃ২
B
১৪ঃ৯
C
২১ঃ১৬
D
কোনোটিই নয়
0
Updated: 1 week ago
কোনটি ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
Created: 2 months ago
A
১২/১৫
B
৫/৬
C
১১/১৪
D
১৭/২১
প্রশ্ন: কোনটি ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
সমাধান:
১২/১৫ = ০.৮০
৫/৬ = ০.৮৩
১১/১৪ = ০.৭৯
১৭/২১ = ০.৮১
0
Updated: 2 months ago