নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৭টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

সমাধান:

এখানে,
১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে, ABE, BDE, ACD = ৩টি
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে, ABD = ১টি
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে, ABC = ১টি
∴ মোট ত্রিভুজ আছে = ৩ + ১ + ১ = ৫টি
---------------------------------------

ত্রিভুজগুলো হলো: 1, 2, 3, 12, 123
∴ মোট ত্রিভুজ আছে = ৫টি
0
Updated: 3 months ago
The slope of a line perpendicular to one with slope (- 3/4) is:
Created: 1 month ago
A
4/3
B
3/4
C
1
D
- 4/3
Question: The slope of a line perpendicular to one with slope (- 3/4) is:
Solution:
আমরা জানি,
দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল - 1 হয়।
অর্থাৎ, যদি কোনো সরলরেখার ঢাল (m) হয়, তাহলে তার উপর লম্ব রেখার ঢাল হবে - 1/m.
এখানে, মূল রেখার ঢাল = - 3/4 ।
তাই লম্ব রেখার ঢাল হবে = -1/(- 3/4) = 4/3
অতএব, লম্ব রেখার ঢাল = 4/3.
0
Updated: 1 month ago
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?
Created: 1 week ago
A
৬ : ৪ : ৩
B
৬ : ৫ : ৪
C
১২ : ৮ : ৪
D
১৩ : ১২ : ৫
0
Updated: 1 week ago
একটি ট্রেন ৫০ সেকেন্ড ৪০০ মিটার ও ৪০ সেকেন্ডে ৩০০ মিটার লম্বা দুটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
Created: 1 month ago
A
১০০ মিটার
B
১২০ মিটার
C
১৫০ মিটার
D
১৮০ মিটার
প্রশ্ন: একটি ট্রেন ৫০ সেকেন্ড ৪০০ মিটার ও ৪০ সেকেন্ডে ৩০০ মিটার লম্বা দুটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার
প্রশ্নমতে,
(ক + ৪০০)/৫০ = (ক + ৩০০)/৪০
বা, ৫০ক + ১৫০০০ = ৪০ক + ১৬০০০
বা, ৫০ক - ৪০ক = ১৬০০০ - ১৫০০০
বা, ১০ক = ১০০০
বা, ক = ১০০০/১০
∴ ক = ১০০
∴ ট্রেনটির দৈর্ঘ্য = ১০০ মিটার।
0
Updated: 1 month ago