’ভূর্ধ্ব’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
A
ভূর্ব + উধ
B
ভূ + ঊর্ধ্ব
C
ভূ + উর্ধ্ব
D
ভু + ঊর্ধ্ব
উত্তরের বিবরণ
উ-কার কিংবা ঊ-কার-এর পর আবার উ-কার বা ঊ-কার এলে, উভয় স্বরচিহ্ন মিলিত হয়ে ঊ-কারে পরিণত হয়, এবং এই ঊ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়।
উদাহরণ—
– মরু + উদ্যান = মরুদ্যান
– বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব
– বধূ + উৎসব = বধূৎসব
– ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব
এই নিয়ম বাংলা বানান ও উচ্চারণ উভয় ক্ষেত্রেই একরূপভাবে প্রযোজ্য।

0
Updated: 3 days ago
'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 3 weeks ago
A
টঙ্কার
B
শিঞ্জন
C
ঝংকার
D
মন্দ্র
বাদ্যযন্ত্রের ধ্বনি কে এক কথায় বলা হয় ঝংকার।
• অন্যান্য ধ্বনির এক কথায় প্রকাশ:
-
ধনুকের ধ্বনি – টঙ্কার
-
অলঙ্কারের ধ্বনি – শিঞ্জন
-
গম্ভীর ধ্বনি – মন্দ্র
• গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন / এক কথায় প্রকাশ:
-
ঘোড়ার ডাক – হ্রেষা
-
হরিণের চামড়া – অজিন
-
ময়ূরের ডাক – কেকা
-
পাখির ডাক – কূজন
-
হাতির গর্জন – বৃংহিত

0
Updated: 3 weeks ago
’প্রাতরাশ’ শব্দটির সঠিক সন্ধি - বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
প্রাত + আশ
B
প্রাতঃ + আঁশ
C
প্রাতঃ + আশ
D
প্রাতঃ + রাশ
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ মিলন
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ যুক্ত হয়ে এর পরে অ, আ, উ ধ্বনি এলে বিসর্গ ও অ-ধ্বনি মিলিত হয়।
উদাহরণ:
-
পুনঃ + অধিকার = পুনরধিকার
-
প্রাতঃ + আশ = প্রাতরাশ
-
পুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি
-
পুনঃ + উক্ত = পুনরুক্ত
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ

0
Updated: 1 month ago
'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
কৃ + দন্ত
B
কৃৎ + অন্ত
C
কৃ +অন্ত
D
কৃঃ +অন্ত
কৃদন্ত সন্ধি
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
সন্ধির সূত্র
👉 ক, চ, ট, ত্, প্ + স্বরধ্বনি → যথাক্রমে রূপ নেয়: গ্, জ্, ড্ (ড়), দ্, ব্
-
পরবর্তী স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
দিক্ + অন্ত = দিগন্ত
-
ণিচ্ + অন্ত = ণিজন্ত
-
ষট্ + আনন = ষড়ানন
-
তৎ + অবধি = তদবধি
-
সুপ্ + অন্ত = সুবন্ত
আরও উদাহরণ
-
বাগীশ = বাক্ + ঈশ
-
তদন্ত = তৎ + অন্ত
-
বাগাড়ম্বর = বাক্ + আরম্বর
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
-
সদানন্দ = সৎ + আনন্দ
-
সদুপায় = সৎ + উপায়
-
সদুপদেশ = সৎ + উপদেশ
-
জগদিন্দ্র = জগত্ + ইন্দ্র

0
Updated: 1 month ago