”অ্যা” কী ধরনের স্বরধ্বনি?
A
অর্ধ-বিবৃত
B
বিবৃত
C
সংবৃত
D
অর্ধ-সংবৃত
উত্তরের বিবরণ
স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, অর্থাৎ মুখের উন্মুক্ততার মাত্রা অনুসারে স্বরধ্বনিকে চার ভাগে বিভক্ত করা হয়।
– সংবৃত স্বরধ্বনি: [ই], [উ]
– উচ্চারণের সময় ঠোঁট একেবারে অল্প খোলে
– অর্ধ-সংবৃত স্বরধ্বনি: [এ], [ও]
– ঠোঁট কিছুটা বেশি খোলে, তবে পুরোপুরি নয়
– অর্ধ-বিবৃত স্বরধ্বনি: [অ্যা], [অ]
– ঠোঁট প্রায় অর্ধেক খোলা থাকে
– বিবৃত স্বরধ্বনি: [আ]
– ঠোঁট সর্বাধিক খোলে
উল্লেখ্য:
– সংবৃত স্বরধ্বনিতে ঠোঁটের খোলা অংশ কম থাকে
– বিবৃত স্বরধ্বনিতে ঠোঁট বেশি খোলে

0
Updated: 3 days ago
অর্ধস্বরধ্বনি নয় কোনটি?
Created: 1 month ago
A
আ্
B
ই্
C
এ্
D
ও্
অর্ধস্বরধ্বনি (Half Vowels)
-
সংজ্ঞা: যে স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাকে অর্ধস্বরধ্বনি বলে।
-
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি: ই্, উ্, এ্, ও্
-
বৈশিষ্ট্য: অর্ধস্বরধ্বনি কখনো টেনে দীর্ঘ করা যায় না।
উদাহরণ:
-
চাই: স্বরধ্বনি = [আ] (পূর্ণ), [ই্] (অর্ধ)
-
লাউ: স্বরধ্বনি = [আ] (পূর্ণ), [উ্] (অর্ধ)
নোট: আ্ অর্ধস্বরধ্বনি নয়।

0
Updated: 1 month ago
স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
বিসর্গ (ঃ)
B
য-ফলা (্য)
C
চন্দ্রবিন্দু (ঁ)
D
অনুস্বার (ং)
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনিগুলোর উচ্চারণের সময় সাধারণত বায়ু কেবল মুখ দিয়ে বের হয়, কারণ তখন কোমল তালু (soft palate) স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু যখন উচ্চারণের সময় কোমল তালু কিছুটা নিচে নেমে যায়, তখন বায়ুর একটি অংশ নাক দিয়েও বের হয়। এই অবস্থায় উৎপন্ন স্বরধ্বনিগুলোকে বলা হয় অনুনাসিক স্বরধ্বনি। এই অনুনাসিকতার চিহ্ন হিসেবে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়।
তথ্যসমূহ:
-
মৌলিক স্বরধ্বনি সংখ্যা: ৭টি।
যথা — [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]। -
অনুনাসিক স্বরধ্বনি সংখ্যা: ৭টি।
যথা — [ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]।
অতিরিক্ত তথ্য:
-
অনুনাসিক স্বরধ্বনির সময় শব্দ উচ্চারণে এক ধরনের নাসিক অনুরণন বা ধ্বনিগত স্পন্দন সৃষ্টি হয়, যা স্বরের স্বাভাবিক ধ্বনি থেকে ভিন্ন শোনায়।
-
অনুনাসিক ধ্বনি ব্যবহারে শব্দে এক প্রকার মাধুর্য ও শ্রুতিমাধুর্যতা যুক্ত হয়, যা বিশেষ করে কবিতা, সংগীত বা আবেগঘন ভাষায় লক্ষ্য করা যায়।

0
Updated: 1 week ago
জিভের উচ্চতা অনুযায়ী 'ও' এর অবস্থান-
Created: 1 month ago
A
উচ্চ
B
নিম্ন-মধ্য
C
উচ্চ-মধ্য
D
নিম্ন
• স্বরধ্বনির বিভাগ (উচ্চারণের ভিত্তিতে):
১. জিভের উচ্চতা অনুযায়ী:
-
উচ্চ: ই, উ
-
উচ্চ-মধ্য: এ, ও
-
নিম্ন-মধ্য: অ্যা, অ
-
নিম্ন: আ
২. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী:
-
সম্মুখ: ই, এ, অ্যা
-
মধ্য: আ
-
পশ্চাৎ: উ, ও, অ

0
Updated: 1 month ago