১ মিটার সমান কত ইঞ্চি?
A
৩৯.৩৭ ইঞ্চি
B
৩৮.৫২
C
৩৮.৫২
D
৩৭.৩৯
উত্তরের বিবরণ

0
Updated: 3 days ago
১ ঘন ফুট কত ঘন ইঞ্চির সমান?
Created: 3 weeks ago
A
১২৯৬ ঘন ইঞ্চি
B
১৮২৮ ঘন ইঞ্চি
C
১৬৪৪ ঘন ইঞ্চি
D
১৭২৮ ঘন ইঞ্চি
সমাধান:
আমরা জানি, ১ ফুট = ১২ ইঞ্চি
∴ ১ ঘন ফুট = (১২)৩ = ১২ × ১২ × ১২ = ১৭২৮ ঘন ইঞ্চি

0
Updated: 3 weeks ago
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
Created: 6 days ago
A
৪৮ মিটার
B
১৬ মিটার
C
৩২ মিটার
D
২৪ মিটার
প্রশ্ন: একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (ক/২) + (ক/৩) অংশ
= (৩ক + ২ক)/৬ অংশ
= ৫ক/৬ অংশ
আবার,
পানির উপরে আছে = ক - (৫ক/৬) = ক/৬ অংশ
শর্তমতে,
ক/৬ = ৪ মিটার
∴ ক = ২৪ মিটার
অতএব, বাঁশের মোট দৈর্ঘ্য ২৪ মিটার।

0
Updated: 6 days ago
একটি বাঁশের ২/৫ অংশ পানিতে, ১/৩ অংশ মাটিতে এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
Created: 2 weeks ago
A
১৫ মিটার
B
২০ মিটার
C
১৬ মিটার
D
২৪ মিটার
প্রশ্ন: একটি বাঁশের ২/৫ অংশ পানিতে, ১/৩ অংশ মাটিতে এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার
পানিতে ও মাটিতে আছে= {(২ক/৫) + (ক/৩)} অংশ
= {(৬ক + ৫ক)/১৫} অংশ
= ১১ক/১৫ অংশ
∴ পানির উপরে আছে = ক - (১১ক/১৫)
= (১৫ক - ১১ক)/১৫ অংশ
= ৪ক/১৫ অংশ
প্রশ্নমতে,
৪ক/১৫ = ৪ মিটার
⇒ ৪ক = ৪ × ১৫
⇒ ৪ক = ৬০
⇒ ক = ৬০/৪
⇒ ক = ১৫
অর্থাৎ সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১৫ মিটার

0
Updated: 2 weeks ago