The famous line "To be, or not to be" is from which play?
A
King Lear
B
Hamlet
C
Othello
D
Macbeth
উত্তরের বিবরণ
Correct Answer: Hamlet
বিখ্যাত লাইন “To be, or not to be” এসেছে William Shakespeare রচিত ট্র্যাজেডি “Hamlet” থেকে। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্য উক্তি, যেখানে মানব জীবনের অস্তিত্ব, দুঃখ, মৃত্যু ও নৈতিক দ্বন্দ্ব নিয়ে গভীর চিন্তাধারা প্রকাশ পেয়েছে।
Hamlet:
– Shakespeare রচিত সবচেয়ে বিখ্যাত ও বিশ্লেষিত ট্র্যাজেডিগুলোর একটি
– অন্যান্য ট্র্যাজেডির মতো এটিও ৫ acts বিশিষ্ট
– রচনা কাল: ১৫৯৯–১৬০১, প্রকাশকাল: ১৬০৩
– কেন্দ্রীয় চরিত্র Hamlet, ডেনমার্কের রাজপুত্র
– জার্মানি থেকে নিজ দেশে ফিরে এসে জানতে পারে, তার চাচা Claudius তার পিতাকে হত্যা করেছে এবং তার মা Gertrude-কে বিয়ে করেছে
– প্রতিশোধ নিতে গিয়ে Hamlet নানা মানসিক দ্বন্দ্বে পড়ে এবং অবশেষে নাটকের শেষে তার মৃত্যুর মাধ্যমে কাহিনির সমাপ্তি ঘটে
প্রধান চরিত্রসমূহ:
– Hamlet
– Claudius
– Gertrude
– Ophelia
– Polonius
– Horatio
বিখ্যাত উক্তিসমূহ:
– “To be or not to be, that is the question.”
– “Frailty, thy name is woman.”
– “Brevity is the soul of wit.”
William Shakespeare (1564–1616):
– জন্ম: April 26, 1564 — Stratford-upon-Avon, England
– মৃত্যু: April 23, 1616 — Stratford-upon-Avon
– ডাকনাম: Bard of Avon বা Swan of Avon
– ছিলেন একজন English poet, dramatist, and actor
– ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও জাতীয় কবি হিসেবে খ্যাত
– তিনি মোট ৩৭টি নাটক রচনা করেন
তার উল্লেখযোগ্য রচনাসমূহ:
Tragedies: Hamlet, Othello, King Lear, Macbeth, Romeo and Juliet, Antony and Cleopatra
Comedies: As You Like It, Twelfth Night, The Tempest, Much Ado About Nothing, A Midsummer Night’s Dream
Tragi-Comedies: The Merchant of Venice, Measure for Measure, Cymbeline, The Winter’s Tale
Historical Plays: Julius Caesar, Richard II, Richard III, Henry IV (Part I & II), Henry V, Henry VI (Parts I–III), Henry VIII, King John

0
Updated: 3 days ago
What instructions does Hamlet give to the players before the performance?
Created: 2 months ago
A
To exaggerate emotions
B
To act naturally
C
To avoid political themes
D
To focus on comedy
Hamlet অভিনেতাদের বলে স্বাভাবিকভাবে অভিনয় করতে এবং আবেগকে অতিরঞ্জিত না করতে। তার উদ্দেশ্য ছিল Claudius-এর অপরাধ প্রকাশ করা, তাই অতিরিক্ত নাটকীয়তা যেন বার্তাটি আড়াল না করে। এটি Shakespeare-এর অভিনয় নীতি সম্পর্কেও ইঙ্গিত দেয়।

0
Updated: 2 months ago
Who is the rightful Duke of Milan in The Tempest?
Created: 2 months ago
A
Antonio
B
Prospero
C
Sebastian
D
Alonso
Prospero আসলে মিলানের প্রকৃত ডিউক। তাঁর ভাই Antonio তাকে সিংহাসনচ্যুত করে সাগরে ভাসিয়ে দেয়। তবে Prospero জাদুর শক্তি ব্যবহার করে দ্বীপে নিজের কর্তৃত্ব গড়ে তোলে। নাটকের মূল সংঘাত এই ক্ষমতা দখল ও পুনরুদ্ধার কেন্দ্র করেই ঘোরে, তাই Prospero প্রকৃত ডিউক।

1
Updated: 2 months ago
How is Lady Macduff portrayed in the play?
Created: 2 months ago
A
Loyal and maternal
B
Ambitious and cruel
C
Fearless warrior
D
Political strategist
Lady Macduff একজন স্নেহময়ী মা ও বিশ্বস্ত স্ত্রী হিসেবে দেখানো হয়েছে। Macbeth-এর পাঠানো হত্যাকারীরা তাকে ও তার সন্তানদের হত্যা করে, যা Macbeth-এর নিষ্ঠুরতা ও ক্ষমতার জন্য নির্দয়তা স্পষ্ট করে।

4
Updated: 2 months ago