She wore a dress _____ color matched her eyes.
A
that
B
whose
C
which
D
where
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো She wore a dress whose color matched her eyes.
বাংলা অর্থ: সে এমন একটি পোশাক পরেছিল যার রঙ তার চোখের সঙ্গে মিলেছিল।
– Relative Pronoun ব্যবহার করা হয় দুটি বাক্যকে সংযুক্ত করার জন্য, যেমন who, which, what, whose, whom, that ইত্যাদি
– প্রথম অংশের অর্থ: She wore a dress — সে একটি পোশাক পরেছিল
– দ্বিতীয় অংশের অর্থ: The color of the dress matched her eyes — পোশাকটির রঙ তার চোখের সঙ্গে মিলেছিল
– এই দুটি অংশ একত্র করতে হলে relative pronoun বসাতে হবে, কারণ দ্বিতীয় অংশটি প্রথম অংশের noun (dress)-এর সঙ্গে সম্পর্কিত
– এখানে “রঙ কার বা কীসের?”— এই প্রশ্নের উত্তর হলো dress-এর, তাই possessive form of relative pronoun, অর্থাৎ whose ব্যবহার করা হয়েছে
– ফলে বাক্যটি সম্পূর্ণ ও অর্থবোধক হয়েছে: She wore a dress whose color matched her eyes.

0
Updated: 3 days ago
He was completely absorbed _________ the movie and didn’t notice the time passing.
Created: 1 month ago
A
with
B
on
C
in
D
at
• Complete Sentence: He was completely absorbed in the movie and didn’t notice the time passing.
-
Bangla Meaning: সে পুরোপুরি সিনেমায় মনোযোগ দিয়ে ছিল এবং সময় কিভাবে কাটছে তা বুঝতে পারেনি।
• Absorbed (Adjective)
-
English Meaning: deeply interested or involved in something.
-
Bangla Meaning: পুরো মনোযোগ দিয়ে যুক্ত হওয়া বা নিমজ্জিত থাকা।
-
Usage Note: "নিমজ্জিত থাকা" বা "পুরো মনোযোগ দেওয়া" বোঝাতে absorbed শব্দের পরে সাধারণত preposition ‘in’ বসে।
• Example Sentences:
-
She was absorbed in reading the novel all afternoon.
-
Bangla Meaning: সে পুরো দুপুর novel পড়তে নিমজ্জিত ছিল।
-
-
They seemed absorbed in their conversation and didn’t hear me calling.
-
Bangla Meaning: তারা তাদের কথোপকথনে নিমজ্জিত ছিল এবং আমার ডাকার শব্দ শুনতে পায়নি।
-
Source: 1. Cambridge Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
It is I who _____ to blame for this error.
Created: 1 month ago
A
am
B
are
C
is
D
be
Relative Pronoun-এর পর Verb ব্যবহারের নিয়ম
-
শূন্যস্থানে সঠিক উত্তর হবে: am
Complete Sentence: It is I who am to blame for this error. -
যখন বাক্যে Relative Pronoun (যেমন: who, whom, which, what, when, whose, how, that) ব্যবহৃত হয়, তখন এর পরবর্তী verb বসে Antecedent (Relative pronoun-এর আগে থাকা noun/pronoun)-এর সাথে সঙ্গতি রেখে।
-
উপরের উদাহরণে, Antecedent হলো I। তাই verb হয়েছে am। যদি Antecedent you হয়, তবে verb হবে are।
Examples:
-
It is I who am to blame.
-
It is you who are to leave.
-
It is he who is to go.

0
Updated: 1 month ago
This movie makes us ____.
Created: 1 week ago
A
cried
B
crying
C
to cry
D
cry
Correct Answer: This movie makes us cry.
Causative Verb:
যখন Subject নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায়, তখন সেই বাক্যে ব্যবহৃত verb-কে Causative Verb বলা হয়। এই ধরনের verb দ্বারা বোঝানো হয় যে subject কোনো কাজ করাচ্ছে বা ঘটাচ্ছে, নিজে সরাসরি তা করছে না।
-
Causative Verbs: Have, Get, Help, Let, Make ইত্যাদি সবচেয়ে প্রচলিত causative verbs।
-
Make, Have, Get ইত্যাদির সাহায্যে অন্য verb-কে Causative Verb-এ পরিণত করা যায়।
-
Causative Verb “Make” ব্যবহারের ক্ষেত্রে নিয়ম হলো—
Make + person/object + base form of verb
অর্থাৎ, Make-এর পরে যদি কোনো ব্যক্তি বা বস্তুর উল্লেখ থাকে, তবে তার পরে verb-এর base form (to ছাড়া মূল verb) বসে।
Meaning and Usage:
-
“Make” causative verb দ্বারা বোঝানো হয় কারও ওপর বাধ্যবাধকতা বা প্রভাব প্রয়োগ করে কিছু করানো।
-
এটি “Have” বা “Get”-এর তুলনায় বেশি জোরালো বা প্রভাবশালী অর্থ প্রকাশ করে।
Example Sentences:
-
This movie makes us cry.
— এখানে “makes” বোঝাচ্ছে সিনেমাটি আমাদের কাঁদাতে বাধ্য করছে বা কাঁদাচ্ছে, অর্থাৎ আমরা কাঁদছি না, সিনেমার প্রভাবে আমাদের কাঁদানো হচ্ছে। -
The movie made me cry.
— “made” হলো “make”-এর past form; এটি বোঝাচ্ছে সিনেমাটি আমাকে কাঁদতে বাধ্য করেছিল। -
My boss makes me stay late at work sometimes.
— এখানে “makes” বোঝাচ্ছে বস আমাকে অফিসে দেরি পর্যন্ত থাকতে বাধ্য করেন। -
The teacher made the students clean the classroom.
— শিক্ষক নিজে পরিষ্কার করছেন না, বরং ছাত্রদের দিয়ে পরিষ্কার করিয়েছেন।
সুতরাং, “This movie makes us cry” বাক্যে “makes” হলো Causative Verb, যা বোঝাচ্ছে সিনেমাটি আমাদের কাঁদাচ্ছে বা কাঁদাতে বাধ্য করছে, অর্থাৎ কাজটি সিনেমার প্রভাবে ঘটছে, আমাদের দ্বারা নয়।

0
Updated: 1 week ago