A
১৯৯৮
B
২০০২
C
২০০৪
D
২০০৯
উত্তরের বিবরণ
সাফটা (SAFTA) চুক্তি
-
সাফটা মানে হলো: দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি।
-
এই চুক্তি ২০০৪ সালের ৬ জানুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সার্কের দ্বাদশ শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
-
এটি ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
-
এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুল্ক বা ট্যাক্স কমিয়ে ও বাণিজ্য বাধা দূর করে মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করা।
-
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান—এই ৮টি দেশ সাফটা চুক্তির অন্তর্ভুক্ত।
-
এটি মূলত সার্ক দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
(তথ্য অনুযায়ী, জুলাই ২০২৫ পর্যন্ত ৮টি দেশ এই চুক্তির সদস্য।)
সার্ক (SAARC)
-
SAARC এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)।
-
এটি গঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।
-
সার্কের প্রতিষ্ঠাতা সদস্য ছিল ৭টি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ।
-
সার্কের প্রতিষ্ঠা এবং প্রথম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর।
আফগানিস্তানের অংশগ্রহণ
-
আফগানিস্তান সার্কের প্রতিষ্ঠাতা সদস্য নয়।
-
এটি ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দিয়ে অষ্টম ও সর্বশেষ সদস্য হয়।
-
বর্তমানে (জুলাই ২০২৫ পর্যন্ত) সার্কের মোট সদস্য সংখ্যা ৮টি।
তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট এবং বিভিন্ন পত্রিকা রিপোর্ট।

0
Updated: 4 days ago
'ব্রেটন উডস ইনস্টিটিউট' নিচের কোন সংস্থাকে বোঝায়?
Created: 2 weeks ago
A
আইএমএফ
B
বিশ্বব্যাংক
C
এডিবি
D
আইডিবি
ব্রেটন উডস ইনস্টিটিউশনস বলতে আইএমএফ (IMF) ও বিশ্বব্যাংক (World Bank) - এই দুই আন্তর্জাতিক সংস্থাকে বোঝানো হয়।
ব্রেটন উডস সম্মেলন
১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল—যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন, আর্থিক সহায়তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার রূপরেখা নির্ধারণ।
এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস। তাঁদের দুজনকে ‘আইএমএফ’ ও ‘বিশ্বব্যাংক’-এর Founding Fathers বা প্রতিষ্ঠাতা পিতৃপুরুষ বলা হয়।
এই সম্মেলনের ফলেই জন্ম নেয় দুটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান—
-
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD), যা বর্তমানে বিশ্বব্যাংকের অংশ।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, IBRD-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালের জুন মাসে, যদিও এর ভিত্তি স্থাপিত হয় ১৯৪৪ সালের সম্মেলনের মাধ্যমে।
এই দুটি প্রতিষ্ঠানকে একত্রে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশনস’ বলা হয়। আবার অনেক সময়, আইএমএফ ও বিশ্বব্যাংককে “ব্রেটন উডস জমজ” হিসেবেও অভিহিত করা হয়, কারণ তাদের উত্থান একই সম্মেলন থেকে।
তথ্যসূত্র:
i) World Bank Group
ii) U.S. Department of State (state.gov)

0
Updated: 2 weeks ago
'Global Gender Gap Report' প্রকাশ করে কোন সংস্থা? [ এপ্রিল, ২০২৫]
Created: 2 months ago
A
Red Cross
B
Amnesty International
C
Human Rights Watch
D
World Economic Forum
World Economic Forum (WEF)
World Economic Forum বা WEF একটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের কলগনি শহরে অবস্থিত।
এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক সংস্থা হিসেবে পরিচিত, বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ডের ডাভোসে আয়োজিত বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সভার জন্য।
WEF নিয়মিত ‘Global Gender Gap Report’ প্রকাশ করে, যা বিভিন্ন দেশের লিঙ্গ সমতার অবস্থান মূল্যায়ন করে। বাংলাদেশ এর সর্বশেষ প্রতিবেদনে ৯৯তম অবস্থানে রয়েছে (এপ্রিল ২০২৫ অনুযায়ী)।
সর্বশেষ WEF এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।
উৎস: WEF এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-
Created: 1 month ago
A
৪ এপ্রিল, ১৯৪৯
B
৩ জানুয়ারি, ১৯৫৪
C
২৬ মে ১৯৫৫
D
১ ফেব্রুয়ারি, ১৯৫৬
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি আন্তর্জাতিক সামরিক সহযোগিতামূলক জোট, যা ৪ এপ্রিল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে এই সংস্থা গঠিত হয় মূলত পশ্চিম ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। প্রতিষ্ঠার সময় ১২টি দেশ ছিল এর সদস্য, আর বর্তমানে এটি ৩২টি দেশের সমন্বয়ে গঠিত।
NATO-এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত এবং বর্তমানে এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মার্ক রুট। মুসলিম দেশের মধ্যে আলবেনিয়া ও তুরস্ক এই জোটের সদস্য। সম্প্রতি সুইডেন ৩২তম সদস্য হিসেবে যোগদান করেছে।
এই সংস্থাটি একটি আন্তঃসরকারি সামরিক জোট, যা মূলত সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। NATO-এর মূল আদর্শ বা স্লোগান হল "A mind unfettered in deliberation" অর্থাৎ অবাধ আলোচনা ও চিন্তার মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ।
NATO-এর প্রথম ইউরোপের বাইরে অনুষ্ঠিত মিশন হয়েছিল আফগানিস্তানে, ২০০৩ সালে।
উৎস: NATO-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago