জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
A
২৪ অক্টোবর, ১৯৪৫
B
২৮ নভেম্বর, ১৯৪৩
C
২৮ জানুয়ারি, ১৯৪৩
D
২৪ ডিসেম্বর, ১৯৪৫
উত্তরের বিবরণ
জাতিসংঘ ২৪ অক্টোবর ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই তারিখে জাতিসংঘের সনদ কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ।
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।[জুলাই - ২০২৫]
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।[জুলাই - ২০২৫]
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি - ইংরেজি ও ফ্রেঞ্চ।
জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থা (Principal Organs) হলো:
→ সাধারণ পরিষদ (General Assembly),
→ নিরাপত্তা পরিষদ (Security Council),
→ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council - ECOSOC),
→ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice - ICJ),
→ অছি পরিষদ (Trusteeship Council),
→ জাতিসংঘ সচিবালয় (UN Secretariat).
উৎসঃ UN ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
জাতিসংঘ নামকরণ করেন -
Created: 4 days ago
A
রুজভেল্ট
B
স্টালিন
C
চার্চিল
D
দ্যা গল
জাতিসংঘ হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, যা শান্তি প্রতিষ্ঠা, সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এ সংস্থার মূল তথ্য ও ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে দেওয়া হলো।
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations) একটি আন্তর্জাতিক সংস্থা।
-
সংস্থার সদর দফতর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
-
শাখা অফিস রয়েছে জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে।
-
পৃথিবীর প্রায় প্রতিটি স্বাধীন দেশই এর সদস্য।
-
‘United Nations’ নামটির ধারণা দেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
-
আন্তর্জাতিক উত্তেজনা হ্রাস ও বিভিন্ন রাষ্ট্রের বিরোধ মীমাংসায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
-
যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ছিলেন তিনি এবং ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত টানা ১২ বছর ক্ষমতায় ছিলেন।
-
তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে নির্বাচিত হয়েছিলেন।
-
তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর দুটি বড় সংকট—গ্রেট ডিপ্রেশন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ—অতিক্রম করে।
অতিরিক্ত তথ্য
-
যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘নিউ ডিল’ (New Deal) চালু করেন, যা ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত কার্যকর ছিল।
-
৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানের পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
-
তিনি ‘সৎ প্রতিবেশি নীতি’ (Good Neighbor Policy)-র প্রবক্তা ছিলেন, যা লাতিন আমেরিকান দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে পূর্বেকার হস্তক্ষেপমূলক নীতির বিকল্প হিসেবে গৃহীত হয়।
-
১৯৪২ সালের ১ জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি প্রথমবারের মতো ‘United Nations’ নামটি ব্যবহার করেন।

0
Updated: 4 days ago
জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
Created: 1 month ago
A
২৪ অক্টোবর, ১৯৪৫
B
২৮ নভেম্বর, ১৯৪৩
C
২৮ জানুয়ারি, ১৯৪৩
D
২৪ ডিসেম্বর, ১৯৪৫
জাতিসংঘ ২৪ অক্টোবর ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই তারিখে জাতিসংঘের সনদ কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ।
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।[জুলাই - ২০২৫]
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।[জুলাই - ২০২৫]
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি - ইংরেজি ও ফ্রেঞ্চ।
জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থা (Principal Organs) হলো:
→ সাধারণ পরিষদ (General Assembly),
→ নিরাপত্তা পরিষদ (Security Council),
→ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council - ECOSOC),
→ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice - ICJ),
→ অছি পরিষদ (Trusteeship Council),
→ জাতিসংঘ সচিবালয় (UN Secretariat).

0
Updated: 1 month ago
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
Created: 3 months ago
A
UNV
B
DTCD
C
UNFPA
D
UNDP
UNDP
-
UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)।
-
এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
UNDP-এর কার্যক্রম ও ভূমিকা
-
UNDP জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করে।
-
এটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সবচেয়ে বড় মাধ্যম।
-
সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং নতুন সম্পদ আহরণে সহায়তা করে।
-
প্রয়োজনে আর্থিক সহায়তাও প্রদান করে।
-
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয় সাধনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বল্পোন্নত দেশ (LDC) বলতে জাতিসংঘ নির্ধারিত এমন উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয়, যাদের আর্থ-সামাজিক সূচক তুলনামূলকভাবে সবচেয়ে নিচে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
UNDP জাতিসংঘের সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা কর্মসূচি হিসেবে বিবেচিত।
-
এটি একজন প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হয়, যিনি উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে থাকেন।
-
মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ করে UNDP।
উৎস: UNDP-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 months ago