কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়?
A
ব্যাপক বায়ু দূষণ
B
জলবায়ু পরিবর্তন
C
ব্যাপক তেল নিঃসরণ
D
পারমানবিক বিস্ফোরণ
উত্তরের বিবরণ
ধরিত্রী দিবস (Earth Day)
ধরিত্রী দিবসের সূচনা হয় ১৯৬৯ সালে, যখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একটি বড় তেল দুর্ঘটনা ঘটে। সেখানে ইউনিয়ন অয়েল কোম্পানির একটি প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে। এই ঘটনার ফলে পরিবেশ দূষণের ভয়াবহতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়।
পরবর্তীতে, পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরার জন্য প্রতিবছর ২২ এপ্রিল দিনটিকে ‘ধরিত্রী দিবস’ হিসেবে পালন করা হয়।
-
১৯৭০ সালে প্রথমবারের মতো এই দিবসটি উদযাপন করা হয়।
-
এটি এখন জাতিসংঘ স্বীকৃত একটি আন্তর্জাতিক দিবস।
-
১৯৯০ সালে জাতিসংঘ দিবসটিকে তাদের বাৎসরিক ক্যালেন্ডারে যুক্ত করে এবং সকল সদস্য দেশকে এটি পালনে উৎসাহিত করে।
-
বর্তমানে Earth Day Network সংগঠনটি বিশ্বব্যাপী ধরিত্রী দিবস আয়োজন করে থাকে।
-
এখন বিশ্বের ১৯৩টি দেশে প্রতি বছর এই দিবসটি পালিত হয়।
এই দিবসের মূল উদ্দেশ্য হলো— মানুষকে পরিবেশ রক্ষা, দূষণ কমানো, এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়ে সচেতন করা।
সূত্র: United Nations Foundation ও Earth Day 2025 ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
Created: 3 months ago
A
জেনেভা
B
মেক্সিকো সিটি
C
নিউইয়র্ক
D
রিওডি জেনিরিও
১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথমবারের মতো জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা পৃথিবী সম্মেলন বা Earth Summit নামে পরিচিত। এই সম্মেলনে মোট ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়া প্রতিনিধিসহ বেসরকারি সংগঠনগুলো (এনজিও) অংশগ্রহণ করে।
সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কনভেনশন গঠন, যা পরে কিয়োটো প্রোটোকল নামে সুপরিচিত হয়। এই সম্মেলনে পরিবেশ দূষণের জন্য দায়ী পক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে—যা Polluter Pays Principle নামে পরিচিত—এমন নীতি গ্রহণ করা হয়।
পৃথিবী সম্মেলনের অন্যতম ফলাফল হিসেবে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত রিও ঘোষণা এবং ‘এজেন্ডা ২১’ গ্রহণ করা হয়, যা ভবিষ্যতের টেকসই উন্নয়নের জন্য একটি রূপরেখা হিসেবে কাজ করে।
সূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
কত সালে সর্বপ্রথম 'ধরিত্রী দিবস' পালন করা হয়?
Created: 1 month ago
A
১৯৬৯ সালে
B
১৯৭০ সালে
C
১৯৭১ সালে
D
১৯৭২ সালে
ধরিত্রী দিবস (Earth Day):
-
পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ২২ এপ্রিল পালিত হয়।
-
এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি আন্তর্জাতিক দিবস।
-
প্রথমবার পালিত: ১৯৭০ সালে।
-
বর্তমানে Earth Day Network বিশ্বব্যাপী দিবসটি পালন করে।
-
জাতিসংঘে অন্তর্ভুক্ত হওয়া: ১৯৯০ সালে দিবসটি বাৎসরিক পঞ্জিকায় স্থান পায় এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহিত করা হয়।
-
বর্তমান বিস্তৃতি: বর্তমানে ১৯৩টি দেশে প্রতিবছর ধরিত্রী দিবস পালিত হয়।
0
Updated: 1 month ago
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
Created: 2 months ago
A
ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
B
মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
C
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
D
লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
ধরিত্রি সম্মেলন
সাম্রাজ্যের পতন
ধরিত্রী সম্মেলন (Earth Summit – 1992)
-
সময়: ৩–১৪ জুন, ১৯৯২
-
স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল
-
অন্য নাম: রিও সামিট, রিও কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
আয়োজক: জাতিসংঘ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও
-
মূল উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ
-
গুরুত্বপূর্ণ নীতি: Polluter Pays Principle
উল্লেখযোগ্য সাফল্যসমূহ
-
রিও ঘোষণা
-
২৭ দফা নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো নির্ধারণ।
-
-
এজেন্ডা ২১
-
২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
-
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কাঠামো।
-
পরবর্তীতে কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি এর ভিত্তি।
-
-
Convention on Biological Diversity (CBD)
-
জৈব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণ।
-
-
Forest Principles
-
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
-
-
Small Island Developing States (SIDS) Conference – 1994
-
ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রথম সম্মেলন।
-
উৎস: UN ওয়েবসাইট
0
Updated: 2 months ago