জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে?
A
ইউএনডিপি
B
ইউনিসেফ
C
ইউএনএইচসিআর
D
ইউনেস্কো
উত্তরের বিবরণ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যাচ্ছে। এই সংস্থাটি ২০১৭ সালের রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকেই কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীর মানবিক সহায়তা, নিবন্ধন, খাদ্য, চিকিৎসা, আশ্রয় এবং শিক্ষার ব্যবস্থা করে আসছে।
UNHCR:
- এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) শরণার্থীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে UNHCR গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে হাইকমিশনার বলা হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- শরণার্থীদের পুনর্বাসন, আশ্রয় ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি বিশ্বব্যাপী কাজ করে।
- এই মানবিক কর্মকাণ্ডের জন্য UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে—১৯৫৪ এবং ১৯৮১ সালে।
উল্লেখ্য,
- UNHCR বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
অন্যদিকে,
- ইউএনডিপি মূলত উন্নয়ন কার্যক্রমে, ইউনিসেফ শিশু ও মাতৃস্বাস্থ্যে, এবং ইউনেস্কো শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কাজ করে।

0
Updated: 1 month ago
জাতিসংঘ নামকরণ করেন -
Created: 4 days ago
A
রুজভেল্ট
B
স্টালিন
C
চার্চিল
D
দ্যা গল
জাতিসংঘ হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, যা শান্তি প্রতিষ্ঠা, সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এ সংস্থার মূল তথ্য ও ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে দেওয়া হলো।
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations) একটি আন্তর্জাতিক সংস্থা।
-
সংস্থার সদর দফতর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
-
শাখা অফিস রয়েছে জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে।
-
পৃথিবীর প্রায় প্রতিটি স্বাধীন দেশই এর সদস্য।
-
‘United Nations’ নামটির ধারণা দেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
-
আন্তর্জাতিক উত্তেজনা হ্রাস ও বিভিন্ন রাষ্ট্রের বিরোধ মীমাংসায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
-
যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ছিলেন তিনি এবং ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত টানা ১২ বছর ক্ষমতায় ছিলেন।
-
তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে নির্বাচিত হয়েছিলেন।
-
তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর দুটি বড় সংকট—গ্রেট ডিপ্রেশন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ—অতিক্রম করে।
অতিরিক্ত তথ্য
-
যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘নিউ ডিল’ (New Deal) চালু করেন, যা ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত কার্যকর ছিল।
-
৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানের পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
-
তিনি ‘সৎ প্রতিবেশি নীতি’ (Good Neighbor Policy)-র প্রবক্তা ছিলেন, যা লাতিন আমেরিকান দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে পূর্বেকার হস্তক্ষেপমূলক নীতির বিকল্প হিসেবে গৃহীত হয়।
-
১৯৪২ সালের ১ জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি প্রথমবারের মতো ‘United Nations’ নামটি ব্যবহার করেন।

0
Updated: 4 days ago
জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা রয়েছে?
Created: 21 hours ago
A
২৮টি
B
৩০টি
C
২৬টি
D
৩৫টি
International Bill of Human Rights হলো জাতিসংঘের গৃহীত একটি গুরুত্বপূর্ণ নথি, যা মানবাধিকারের সুরক্ষা ও বিকাশে বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেছে। এটি মূলত একটি ঘোষণা ও দুটি আন্তর্জাতিক চুক্তির সমন্বয়ে গঠিত।
-
এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত।
-
International Bill of Human Rights গঠিত হয়েছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (UDHR) এবং দুটি আন্তর্জাতিক চুক্তি দ্বারা।
-
মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (UDHR) গৃহীত হয় ১৯৪৮ সালে।
-
জাতিসংঘ মানবাধিকার কমিশন ১৯৪৬ সালে খসড়া প্রণয়ন শুরু করে।
-
১০ ডিসেম্বর ১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটি গৃহীত হয়।
-
এতে মোট ৩০টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
-
প্রথম আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন ১৯৬৮ সালে ইরানের তেহরান শহরে অনুষ্ঠিত হয়, যা ঘোষণার ২০ বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল।
-
দ্বিতীয় বৈশ্বিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৩ সালে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
উৎস:

0
Updated: 21 hours ago
২০২৫ সালের কপ-৩০ কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 6 days ago
A
মিশর
B
কেনিয়া
C
ব্রাজিল
D
আজারবাইজান
COP (Conference of the Parties)
-
COP হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) অংশীদার দেশগুলোর সম্মেলন।
-
১৯৯২ সালে UNFCCC স্বাক্ষরিত হয়।
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)’ অনুষ্ঠিত হচ্ছে।
-
কপ-২৯: আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
-
কপ-৩০: ২০২৫ সালে ব্রাজিলের আমাজনীয়ান শহর বেলেম ডো প্যারাকে আয়োজন করবে।
সূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট, সময়নিউজ, ব্রাজিল সরকারি ওয়েবসাইট

0
Updated: 6 days ago