A
সেভার্স চুক্ত
B
লুজেন (Lausanne) চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
প্যারিস চুক্তি
উত্তরের বিবরণ
ভার্সাই চুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি
প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এতে জার্মানিকে যুদ্ধ শুরু করার জন্য দায়ী করা হয় এবং তাকে বড় অঙ্কের অর্থদণ্ড ও বিভিন্ন কঠিন শর্ত মানতে বাধ্য করা হয়। চুক্তিটি ১৯২০ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়।
এর আগে, ১৯১৪ সালের ২৮ জুলাই, অস্ট্রিয়া-হাঙ্গেরি যখন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন থেকেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল।
অটোমান সাম্রাজ্য সম্পর্কিত চুক্তি:
-
সেভার্স চুক্তি (১০ আগস্ট ১৯২০): এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তির সঙ্গে অটোমান সাম্রাজ্যের একটি চুক্তি। তবে নতুন করে গঠিত তুর্কি জাতীয়তাবাদী সরকার এই চুক্তি মানেনি।
-
লুজান চুক্তি (২৪ জুলাই ১৯২৩): সেভার্স চুক্তির পরিবর্তে এই নতুন চুক্তিটি স্বাক্ষরিত হয় সুইজারল্যান্ডের লুজান শহরে। এটি তুরস্কের জন্য একটি গ্রহণযোগ্য চুক্তি ছিল।
পরবর্তীকালের আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি:
-
প্যারিস চুক্তি (২০১৫): ফ্রান্সের প্যারিসে স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য ছিল পরিবেশ রক্ষা করা। এতে বিশ্বের বিভিন্ন দেশ একমত হয় যে, গ্রিনহাউস গ্যাস কমিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে হবে।
তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম

0
Updated: 4 days ago