কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহয়তাদানকারী সংস্থা?
A
ইউরোপীয় ইউনিয়ন
B
এশীয় উন্নয়ন ব্যাংক
C
বিশ্বব্যাংক
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক উন্নয়নে ঋণ সহায়তা প্রদানকারী তিনটি প্রধান প্রতিষ্ঠান
আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), বিশ্বব্যাংক, এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)—এই তিনটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিভিন্ন দেশকে ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা দিয়ে উন্নয়নে সহায়তা করে।
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
-
এটি একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর ১৯৬৬ সালে।
-
এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন-এ।
-
ADB মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলএর দেশগুলোতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতে স্বল্প সুদে ঋণ ও সহায়তা দেয়।
-
বাংলাদেশ ADB-এর সদস্য হয় ১৪ মার্চ ১৯৭৩ সালে।
বিশ্বব্যাংক
-
দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেয়।
-
গঠনের সিদ্ধান্ত হয় ৪ জুলাই ১৯৪৪, আর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জুন ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ [জুলাই ২০২৫]।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ [জুলাই ২০২৫]।
-
বিশ্বব্যাংক বলতে মূলত IBRD (International Bank for Reconstruction and Development) কে বোঝানো হয়।
-
প্রথম ঋণ দেয় ফ্রান্সকে।
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক জোট নয়, বরং মানবাধিকার, গণতন্ত্র, পরিবেশ এবং টেকসই উন্নয়নক্ষেত্রেও সাহায্য করে।
-
প্রতিষ্ঠিত হয় ১ নভেম্বর ১৯৯৩, মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা: ২৭টি [জুলাই ২০২৫]।
-
ইইউর একক মুদ্রা: ইউরো, যার প্রচলন শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৯।
-
ইউরোর জনক: রবার্ট মুন্ডেল।
-
ইইউর সীমান্ত রক্ষী বাহিনী: FRONTEX।
ইইউর ২৭টি সদস্য দেশ হলো
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন।
তথ্যসূত্র: এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের সরকারি ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
Greenpeace International কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
Created: 1 week ago
A
১৯৭১ সালে
B
১৯৭২ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৫ সালে
Greenpeace International – সংক্ষিপ্ত নোট
-
প্রতিষ্ঠা: ১৯৭১ সালে, ভ্যাঙ্কুভার (ব্রিটিশ কলম্বিয়া, কানাডা)
-
সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস
-
ধরণ: আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন
ইতিহাস ও প্রেক্ষাপট
-
১৯৭১ সালে আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়ে সংগঠনটির জন্ম হয়।
-
এর সূচনায় ভূমিকা রাখেন: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।
-
মূল সংগঠন ছিল Don't Make a Wave Committee (১৯৬৯), যা ১৯৭১ সালে Greenpeace নামে পরিচিতি পায়।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা।
-
পারমাণবিক শক্তির ব্যবহার ও বোমা পরীক্ষা বন্ধে প্রচারণা।
-
বৈশ্বিক পরিবেশ রক্ষা:
-
গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ
-
অতিরিক্ত মৎস্য শিকার নিয়ন্ত্রণ
-
বাণিজ্যিক তিমি শিকার বন্ধ
-
বন উজাড় ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস রোধ
-
উৎস: Greenpeace International ওয়েবসাইট

0
Updated: 1 week ago
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Created: 2 weeks ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
কোনটি 'ওআইসি'-এর অঙ্গসংস্থা নয়?
Created: 3 months ago
A
আন্তর্জাতিক ইসলামী আদালত
B
সাধারণ সচিবালয়
C
ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
D
ইসলামী উন্নয়ন ব্যাংক
OIC (The Organisation of Islamic Cooperation)
-
OIC-এর পূর্ণরূপ হলো The Organisation of Islamic Cooperation, যা একটি ইসলামি সহযোগিতা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত।
-
এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট হিসেবে কাজ করে।
-
গঠন করা হয় ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
-
OIC গঠনের মূল প্রেক্ষাপট ছিল ইসরাইলের দ্বারা আল আকসা মসজিদে অগ্নিসংযোগ।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ২৪টি।
-
বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭টি।
-
OIC-এর সদরদপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব-এ।
-
বর্তমানে মহাসচিবের পদে কর্মরত আছেন ইব্রাহিম তাহা।
-
সংস্থার অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহৃত হয় আরবি, ইংরেজি এবং ফরাসি।
-
প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে রাবাত, মরক্কোতে।
OIC-এর প্রধান অঙ্গসংস্থা সমূহ
-
ইসলামী শীর্ষ সম্মেলন
-
পররাষ্ট্র মন্ত্রী পরিষদ
-
স্থায়ী কমিটি
-
কার্যনির্বাহী কমিটি
-
ইন্টারন্যাশনাল ইসলামিক কোর্ট অফ জাস্টিস
-
স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন
-
স্থায়ী প্রতিনিধিদের কমিটি
-
সাধারণ সচিবালয়
-
সহায়ক অঙ্গ
-
বিশেষায়িত অঙ্গ
-
অধিভুক্ত প্রতিষ্ঠান
বিশেষ দ্রষ্টব্য: ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র (Islamic Centre for Development of Trade) OIC-এর অঙ্গ প্রতিষ্ঠান নয়।
উৎস: OIC-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 months ago