কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহয়তাদানকারী সংস্থা?
A
ইউরোপীয় ইউনিয়ন
B
এশীয় উন্নয়ন ব্যাংক
C
বিশ্বব্যাংক
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক উন্নয়নে ঋণ সহায়তা প্রদানকারী তিনটি প্রধান প্রতিষ্ঠান
আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), বিশ্বব্যাংক, এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)—এই তিনটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বিভিন্ন দেশকে ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা দিয়ে উন্নয়নে সহায়তা করে।
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
-
এটি একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর ১৯৬৬ সালে।
-
এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন-এ।
-
ADB মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলএর দেশগুলোতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতে স্বল্প সুদে ঋণ ও সহায়তা দেয়।
-
বাংলাদেশ ADB-এর সদস্য হয় ১৪ মার্চ ১৯৭৩ সালে।
বিশ্বব্যাংক
-
দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেয়।
-
গঠনের সিদ্ধান্ত হয় ৪ জুলাই ১৯৪৪, আর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জুন ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ [জুলাই ২০২৫]।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ [জুলাই ২০২৫]।
-
বিশ্বব্যাংক বলতে মূলত IBRD (International Bank for Reconstruction and Development) কে বোঝানো হয়।
-
প্রথম ঋণ দেয় ফ্রান্সকে।
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক জোট নয়, বরং মানবাধিকার, গণতন্ত্র, পরিবেশ এবং টেকসই উন্নয়নক্ষেত্রেও সাহায্য করে।
-
প্রতিষ্ঠিত হয় ১ নভেম্বর ১৯৯৩, মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা: ২৭টি [জুলাই ২০২৫]।
-
ইইউর একক মুদ্রা: ইউরো, যার প্রচলন শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৯।
-
ইউরোর জনক: রবার্ট মুন্ডেল।
-
ইইউর সীমান্ত রক্ষী বাহিনী: FRONTEX।
ইইউর ২৭টি সদস্য দেশ হলো
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন।
তথ্যসূত্র: এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের সরকারি ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
'Club of Vienna' কী?
Created: 5 months ago
A
অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
B
পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
C
একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
D
পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
ভিয়েনা ক্লাব
‘ভিয়েনা ক্লাব’ একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান, যা বৈশ্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কাজ করে। এর মূল লক্ষ্য হলো বিভিন্ন দেশের উন্নয়ন নীতি ও কৌশল নিয়ে গবেষণা ও আলোচনা পরিচালনা করা।
প্রধান লক্ষ্যসমূহ
১. সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন বিষয়ক গবেষণা ও মতবিনিময়促 করা।
২. উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা প্রদান।
৩. আন্তর্জাতিক সংস্থা, সরকার এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা গড়ে তোলা।
মূল কার্যক্রম
১. উন্নয়ন বিষয়ক সেমিনার, সম্মেলন ও কর্মশালার আয়োজন।
২. নীতি, কৌশল ও উন্নয়ন গবেষণা নিয়ে বই ও প্রতিবেদন প্রকাশ।
৩. সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
উৎস: ভিয়েনা ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
"রোটারি ইন্টারন্যাশনাল" এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
জর্জ ডব্লিউ. কার্ভার
B
হেনরি ডুনান্ট
C
উইলিয়াম জে. মরগান
D
পল পি. হ্যারিস
রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International)
• প্রতিষ্ঠাতা: পল পি. হ্যারিস (Paul P. Harris)
• প্রতিষ্ঠার সাল: ১৯০৫
• প্রতিষ্ঠার স্থান: শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্র
• প্রকার: ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গঠিত সেবামূলক আন্তর্জাতিক সংগঠন
• মূল লক্ষ্য: সমাজসেবা, মানবকল্যাণ ও বিশ্বব্যাপী উন্নয়নমূলক কর্মকাণ্ড
• নীতিবাক্য: "নিজের উপরে সেবা"
• সদর দপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
সূত্র: Rotary International ওয়েবসাইট
0
Updated: 1 month ago
'ব্রেটন উডস ইনস্টিটিউট' নিচের কোন সংস্থাকে বোঝায়?
Created: 3 months ago
A
আইএমএফ
B
বিশ্বব্যাংক
C
এডিবি
D
আইডিবি
ব্রেটন উডস ইনস্টিটিউশনস বলতে আইএমএফ (IMF) ও বিশ্বব্যাংক (World Bank) - এই দুই আন্তর্জাতিক সংস্থাকে বোঝানো হয়।
ব্রেটন উডস সম্মেলন
১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল—যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন, আর্থিক সহায়তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার রূপরেখা নির্ধারণ।
এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস। তাঁদের দুজনকে ‘আইএমএফ’ ও ‘বিশ্বব্যাংক’-এর Founding Fathers বা প্রতিষ্ঠাতা পিতৃপুরুষ বলা হয়।
এই সম্মেলনের ফলেই জন্ম নেয় দুটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান—
-
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD), যা বর্তমানে বিশ্বব্যাংকের অংশ।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, IBRD-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালের জুন মাসে, যদিও এর ভিত্তি স্থাপিত হয় ১৯৪৪ সালের সম্মেলনের মাধ্যমে।
এই দুটি প্রতিষ্ঠানকে একত্রে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশনস’ বলা হয়। আবার অনেক সময়, আইএমএফ ও বিশ্বব্যাংককে “ব্রেটন উডস জমজ” হিসেবেও অভিহিত করা হয়, কারণ তাদের উত্থান একই সম্মেলন থেকে।
তথ্যসূত্র:
i) World Bank Group
ii) U.S. Department of State (state.gov)
0
Updated: 3 months ago