অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
A
১৯১৭
B
১৮৫৭
C
১৮৪৯
D
১৭৫৭
উত্তরের বিবরণ
অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব
১৯১৭ সালে রাশিয়ায় অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব হয়। এই বিপ্লবের মাধ্যমে বলশেভিকরা ক্ষমতা নেয় এবং রাশিয়ায় প্রথম সমাজতান্ত্রিক সরকার গড়ে ওঠে।
রুশ বিপ্লব
১৯১৭ সালে রাশিয়ায় দুইটি বড় বিপ্লব ঘটে, যেগুলোকে মিলিয়ে "রুশ বিপ্লব" বলা হয়।
১. ফেব্রুয়ারি বিপ্লব
২. অক্টোবর (বলশেভিক) বিপ্লব
এই বিপ্লবগুলোয় রাশিয়ার রাজতন্ত্র শেষ হয়ে যায় এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পায়।
ফেব্রুয়ারি বিপ্লব
ফেব্রুয়ারি বিপ্লবের ফলে জার নিকোলাস দ্বিতীয় রাজপদ থেকে সরানো হয় এবং বন্দি করা হয়। এই বিপ্লবের নেতৃত্ব দেয় আলেক্সান্দ্রো ক্যারেনস্কি।
বলশেভিক বা অক্টোবর বিপ্লব
এর পরেই অক্টোবর বিপ্লব হয়, যেখানে ভ্লাদিমির লেনিন এবং লিওন ট্রটস্কি নেতৃত্বে বলশেভিকরা দেশের নিয়ন্ত্রণ নেয়। তারা রাশিয়ায় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলে।
সূত্র: Britannica ও History.com

0
Updated: 1 month ago
টিউলিপ বিপ্লব সংঘটিত হয় কোথায়?
Created: 3 weeks ago
A
কিরগিজস্তান
B
ইরান
C
কাজাখস্তান
D
আর্মেনিয়া
ঐতিহাসিক বিপ্লবসমূহ
-
জেসমিন বিপ্লব: তিউনিসিয়ায় ২০১১ সালে সংঘটিত।
-
আমেরিকান বিপ্লব: যুক্তরাষ্ট্রে ১৭৭৬ সালে সংঘটিত।
-
টিউলিপ বিপ্লব: কিরগিজস্তানে ২০০৫ সালে সংঘটিত।
-
ফরাসি বিপ্লব: ফ্রান্সে ১৭৮৯ সালে সংঘটিত।
-
রুশ বিপ্লব: রাশিয়ায় ১৯১৭ সালে সংঘটিত।
-
ইসলামিক বিপ্লব: ইরানে ১৯৭৯ সালে সংঘটিত।
-
রোজ বিপ্লব: জর্জিয়ায় ২০০৩ সালে সংঘটিত।
-
অরেঞ্জ বিপ্লব: ইউক্রেনে ২০০৪ সালে সংঘটিত।
📚 সূত্র: Britannica

0
Updated: 3 weeks ago
অরেঞ্জ বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল কোন শহর?
Created: 2 weeks ago
A
মস্কো
B
কিয়েভ
C
মিনস্ক
D
ওডেসা
অরেঞ্জ বিপ্লব
সংঘটিত স্থান: ইউক্রেন
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক ঘটনা
সংঘটিত সময়: ২০০৪ সাল
কেন্দ্রবিন্দু: ইউক্রেনের রাজধানী কিয়েভ
কারণ: ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও দুর্নীতির অভিযোগ থেকে এ আন্দোলনের সূচনা।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
Created: 4 days ago
A
ঊনবিংশ শতাব্দীতে
B
অষ্টাদশ শতাব্দীতে
C
ষোড়শ শতাব্দীতে
D
চতুর্দশ শতাব্দীতে
ব্রিটিশ কৃষি বিপ্লব ছিল শিল্প বিপ্লবের জন্য এক গুরুত্বপূর্ণ পূর্বশর্ত, যা কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগের জন্য পর্যাপ্ত জনশক্তি নিশ্চিত করেছিল।
অষ্টাদশ শতাব্দীতে ব্রিটেনে এই বিপ্লব ঘটে এবং এটি দেশের কৃষি ব্যবস্থা ও গ্রামীণ সমাজে মূলগত পরিবর্তন আনে। ব্রিটেনের কৃষি বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল:
-
বৃহদায়তন ও সুসংহত কৃষি ব্যবস্থা: বিপ্লবটি বৃহৎ আকারের কৃষি ব্যবস্থার জন্ম দেয়, যা আরও সংগঠিত ও কার্যকরী ছিল।
-
চারণভূমি ও পশুপালনের উন্নয়ন: সাধারণের ব্যবহারযোগ্য উর্বর চারণভূমিতে কৃষির প্রসার ঘটে এবং পশুপালন আরও ঘনিষ্ঠভাবে পরিচালিত হতে থাকে।
-
গ্রামীণ সমাজে পরিবর্তন: স্বনির্ভর কৃষকরা ক্রমে কৃষি শ্রমিকে পরিণত হন, এবং তাদের জীবনযাত্রার মান নির্ভর করতে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের উপর। আবহাওয়ার ওপর নির্ভরশীলতার দিন শেষ হয়।
-
উৎপাদনশীলতার বৃদ্ধি: কৃষি বিপ্লবের ফলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়ে যায়, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হয়।

0
Updated: 4 days ago