A
১৯১৭
B
১৮৫৭
C
১৮৪৯
D
১৭৫৭
উত্তরের বিবরণ
অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব
১৯১৭ সালে রাশিয়ায় অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব হয়। এই বিপ্লবের মাধ্যমে বলশেভিকরা ক্ষমতা নেয় এবং রাশিয়ায় প্রথম সমাজতান্ত্রিক সরকার গড়ে ওঠে।
রুশ বিপ্লব
১৯১৭ সালে রাশিয়ায় দুইটি বড় বিপ্লব ঘটে, যেগুলোকে মিলিয়ে "রুশ বিপ্লব" বলা হয়।
১. ফেব্রুয়ারি বিপ্লব
২. অক্টোবর (বলশেভিক) বিপ্লব
এই বিপ্লবগুলোয় রাশিয়ার রাজতন্ত্র শেষ হয়ে যায় এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পায়।
ফেব্রুয়ারি বিপ্লব
ফেব্রুয়ারি বিপ্লবের ফলে জার নিকোলাস দ্বিতীয় রাজপদ থেকে সরানো হয় এবং বন্দি করা হয়। এই বিপ্লবের নেতৃত্ব দেয় আলেক্সান্দ্রো ক্যারেনস্কি।
বলশেভিক বা অক্টোবর বিপ্লব
এর পরেই অক্টোবর বিপ্লব হয়, যেখানে ভ্লাদিমির লেনিন এবং লিওন ট্রটস্কি নেতৃত্বে বলশেভিকরা দেশের নিয়ন্ত্রণ নেয়। তারা রাশিয়ায় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলে।
সূত্র: Britannica ও History.com

0
Updated: 4 days ago