বাংলার মুসলমানদের প্রথম স্থায়ী অভিযান এবং প্রশাসনিক কার্যক্রম কখন হয়েছিল?

A

১২০৪ সাল

B

১২০৬ সাল

C

১২১১ সাল

D

১১৯৮ সাল

উত্তরের বিবরণ

img

বাংলায় মুসলমান শাসনের সূচনা ঘটে বখতিয়ার খলজীর অভিযানের মাধ্যমে, যা ১২০৪ খ্রিস্টাব্দে সংঘটিত হয়। তাঁর এই অভিযানই বাংলায় প্রথম স্থায়ী মুসলিম প্রশাসনের ভিত্তি স্থাপন করে।

  • ১২০৪ খ্রিস্টাব্দের শীতকালে বখতিয়ার খলজী ঝাড়খন্ডের দুর্গম অরণ্য অতিক্রম করে নদীয়া আক্রমণ করেন, যা তখন রাজা লক্ষ্মণসেনের অবকাসকালীন রাজধানী ছিল।

  • বলা হয়, মাত্র সতের জন ঘোড়সওয়ার সৈন্য নিয়ে তিনি নগরে প্রবেশ করেন। নগরবাসীরা তাঁকে ঘোড়া ব্যবসায়ী ভেবে ভুল করেছিল, ফলে বখতিয়ার অতর্কিতে আক্রমণ চালিয়ে সহজেই রাজপ্রাসাদ দখল করতে সক্ষম হন।

  • লক্ষ্মণসেন নৌপথে বিক্রমপুরে পালিয়ে যান, এবং বখতিয়ারের মূল বাহিনী এসে পড়ায় নদীয়া মুসলমানদের অধিকারে আসে।

  • স্বল্পকাল নদীয়ায় অবস্থানের পর বখতিয়ার গৌড়ে যাত্রা করেন এবং ১২০৫ খ্রিস্টাব্দে (৬০১ হিজরি) গৌড় জয় করে লখনৌতি নামকরণ করে সেখানে রাজধানী স্থাপন করেন।

  • বখতিয়ার খলজী ছিলেন সুশাসক ও সংগঠিত প্রশাসক। তিনি রাজ্যকে বিভিন্ন জেলায় বিভক্ত করেন এবং প্রশাসন পরিচালনার দায়িত্ব অমাত্য ও সামরিক প্রধানদের ওপর ন্যস্ত করেন।

  • তাঁদের দায়িত্ব ছিল শান্তি ও শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায়, শিক্ষা-সংস্কৃতির পৃষ্ঠপোষকতা এবং জনগণের পার্থিব ও নৈতিক উন্নয়ন নিশ্চিত করা।

  • তিনি লখনৌতিতে খুৎবা পাঠ করেন এবং দিল্লির সুলতান মোহাম্মদ ঘুরীর নামে মুদ্রা প্রচলন করেন।

  • দিনাজপুর ও রংপুরের নিকটে দুটি ছাউনি শহর প্রতিষ্ঠা করেন।

  • তাঁর আমলে প্রশাসনিক একককে বলা হতো ইকতা, এবং এর শাসনকর্তাকে বলা হতো মুকতা

  • তিনি মসজিদ, মাদ্রাসা ও খানকাহ নির্মাণের মাধ্যমে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করেন।

এইভাবে বখতিয়ার খলজীর শাসনকাল বাংলায় মুসলিম শাসনের প্রশাসনিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ভিত্তি স্থাপনের যুগ হিসেবে বিবেচিত হয়।

Unfavorite

0

Updated: 3 days ago

Related MCQ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর যে সেক্টরের অধীনে ছিল-

Created: 3 days ago

A

৮ নং

B

৯ নং

C

১০ নং

D

১১ নং

Unfavorite

0

Updated: 3 days ago

বঙ্গাব্দের প্রবর্তক

Created: 3 days ago

A

রাজা শশাঙ্ক

B

সম্রাট আকবর

C

রাজা দেবপাল

D

রাজা বিজয় সেন

Unfavorite

0

Updated: 3 days ago

'দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার’ বইটির লেখক কে?

Created: 3 days ago

A

উড্রো উইল্সন

B

জোসেফ স্টালিন

C

উইনস্টন চার্চিল

D

এডলফ হিটলার

Unfavorite

0

Updated: 3 days ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD