ফকির সন্ন্যাসী বিদ্রোহ সংঘটিত হয় প্রধানত-

A

বাংলার উত্তরাঞ্চলে

B

বাংলার দক্ষিণাঞ্চলে

C

বাংলার পূর্বাঞ্চলে

D

বাংলার পশ্চিমাঞ্চলে

উত্তরের বিবরণ

img

ফকির-সন্ন্যাসী বিদ্রোহ মূলত বাংলার উত্তরাঞ্চলে সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের সূচনালগ্নে সামাজিক-অর্থনৈতিক শোষণের প্রতিবাদে সংগঠিত হয়।

  • ১৭৬৭ সালের দিকে রংপুর, রাজশাহী, কুচবিহার, জলপাইগুড়ি ও কুমিল্লা অঞ্চলে বিদ্রোহীদের আক্রমণ তীব্র আকার ধারণ করে।

  • বিদ্রোহ দমন করতে ১৭৬৭ সালে ক্যাপ্টেন ডি. ম্যাকেঞ্জির নেতৃত্বে ইংরেজ বাহিনী রংপুরে প্রেরিত হয়।

  • একই সময়ে মালদহের ইংরেজ রেসিডেন্ট বারওয়েল মার্টলের নেতৃত্বে আরেকটি বাহিনী প্রেরণ করেন, কিন্তু তারা বিদ্রোহীদের কাছে পরাজিত হয় এবং সেনাপতি মার্টল নিহত হন।

  • ম্যাকেঞ্জির বাহিনী আসছে জানতে পেরে বিদ্রোহীরা নেপালের দিকে পশ্চাদপসরণ করে।

  • ১৭৬৮ থেকে ১৭৭০ সাল পর্যন্ত ফকির-সন্ন্যাসীদের আক্রমণ শরণ (বিহার), বেনারস, পুর্নিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় অব্যাহত থাকে।

Unfavorite

0

Updated: 3 days ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD