দক্ষিণপূর্ব বাংলায় বর্মরা রাজত্ব করেন-
A
গোপালের আগে
B
শশাঙ্কের আগে
C
বিজয়সেনের আগে
D
ধর্মপালের আগে
উত্তরের বিবরণ
বাংলার ইতিহাসে বর্মণ বংশের উত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বংশের ক্ষমতায় আরোহণের সময় নির্ধারণ করা হয়েছে ১০৫০ থেকে ১০৭৫ খ্রিস্টাব্দের মধ্যে।
দক্ষিণ-পূর্ব বাংলায় চারজন বর্মণ রাজা রাজত্ব করেন।
-
তাঁদের শাসনকাল মোটামুটি ৬০ থেকে ৭০ বছর স্থায়ী ছিল।
-
ধারণা করা হয়, ভোজবর্মণের শাসনকালে বা তার অল্প পরেই বিজয়সেন তাঁদের ক্ষমতাচ্যুত করে সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন।

0
Updated: 3 days ago
১৯৪৭ সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে পূর্ববাংলার প্রথম গভর্নর ছিলেন-
Created: 3 days ago
A
খাজা নাজিম উদ্দিন
B
নূরুল আমিন
C
মোহাম্মদ আলী
D
চৌধুরী খালেকুজ্জামান
১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর পূর্ববাংলা (পরবর্তীতে পূর্ব পাকিস্তান) প্রশাসনের নেতৃত্ব দুটি পদে বিভক্ত ছিল। প্রথমত, গভর্নর পদে স্যার ফ্রেডেরিক চালমার্স বোর্ন দায়িত্ব পালন করেন। দ্বিতীয়ত, মন্ত্রিপরিষদের প্রধান হিসেবে অর্থাৎ মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন।
পূর্ববাংলার প্রথম গভর্নর: স্যার ফ্রেডেরিক চালমার্স বোর্ন
-
পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী: খাজা নাজিমুদ্দিন
এই দুই পদ একই সময়ে বিদ্যমান ছিল, যেখানে গভর্নর ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং মুখ্যমন্ত্রী ছিলেন প্রাদেশিক সরকারের প্রধান।

0
Updated: 3 days ago
বঙ্গাব্দের প্রবর্তক
Created: 3 days ago
A
রাজা শশাঙ্ক
B
সম্রাট আকবর
C
রাজা দেবপাল
D
রাজা বিজয় সেন
বাংলা সনের প্রবর্তন নিয়ে বিভিন্ন মত থাকলেও বেশিরভাগ গবেষক ও ইতিহাসবিদের মতে এর সূচনা করেছিলেন সম্রাট আকবর।
ভারতের কিছু হিন্দুত্ববাদী সংগঠন দাবি করে যে গৌড়ের প্রাচীন রাজা শশাঙ্ক বাংলা সনের প্রবর্তক ছিলেন।
-
বাংলাদেশের গবেষক ও ইতিহাসবিদরা একমত যে বাংলা সন বা বঙ্গাব্দের সূচনা হয়েছিল মুঘল সম্রাট আকবরের শাসনামলে।
-
কিছু ইতিহাসবিদ ও নৃতাত্ত্বিকের মতে, বাংলার কৃষি সংস্কৃতির বিকাশের সময় থেকেই বাংলা সনের উদ্ভব, যদিও এর সঠিক সময় নির্ধারণ করা সম্ভব হয়নি।
-
সাম্প্রতিক সময়ে ভারতের হিন্দুত্ববাদীরা শশাঙ্ককে প্রবর্তক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, তবে সে দেশেই এই দাবি নিয়ে বিতর্ক ও ভিন্নমত রয়েছে।
-
ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের বক্তব্য অনুযায়ী, বিখ্যাত বিজ্ঞানী ড. মেঘনাদ সাহা থেকে শুরু করে ড. অমর্ত্য সেন পর্যন্ত অনেক খ্যাতিমান গবেষক আকবরকেই বাংলা সনের প্রবর্তক হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

0
Updated: 3 days ago
মানুচি কোন দেশের পর্যটক?
Created: 4 days ago
A
ইংল্যান্ড
B
ফ্রান্স
C
ইতালি
D
স্পেন
ভেনিসের পর্যটক নিকোলো মানুচি (১৬৩৯–১৭১৭) ছিলেন ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ইউরোপীয় ভ্রমণকারী, যিনি তাঁর ভ্রমণবৃত্তান্তে ভারত ও এর অধিবাসীদের জীবনযাত্রার নির্ভরযোগ্য বর্ণনা দিয়েছেন।
ভেনিস ইতালির একটি শহর, সেখানকারই নাগরিক ছিলেন নিকোলো মানুচি।
-
তিনি ভারতের নানা অঞ্চল পরিভ্রমণ করে স্থানীয় সংস্কৃতি, মানুষ ও শাসনব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লিখেছেন।
-
ধারণা করা হয়, তিনি ১৬৬২–৬৩ খ্রিষ্টাব্দে বাংলায় ভ্রমণ করেন।
-
তিনি রাজমহল হয়ে নদীপথে (গঙ্গা) বাংলায় প্রবেশ করেছিলেন।
-
তাঁর বর্ণনা অনুযায়ী, রাজমহল থেকে ঢাকা পৌঁছাতে তাঁর ১৫ দিন সময় লেগেছিল।
-
যাত্রাপথে তিনি মীরজুমলার পাঠানো বিশাল নৌকা দেখতে পান, যা সম্ভবত আসাম বিজয়ের অধিকৃত দ্রব্য ও অস্ত্রশস্ত্রে পূর্ণ ছিল।
-
এই ঘটনাস্থলটি সম্ভবত পদ্মা ও ব্রহ্মপুত্রের মিলিত ধারার পরবর্তী অঞ্চল ছিল বলে অনুমান করা হয়।
-
তিনি ঢাকায় কতদিন অবস্থান করেছিলেন, তা উল্লেখ করেননি।

0
Updated: 4 days ago