A
যুক্তরাষ্ট্র
B
ভারত
C
যুক্তরাজ্য
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
যুক্তরাষ্ট্র
-
যুক্তরাষ্ট্রে মোট ৫০টি রাজ্য আছে।
-
আলাস্কা সবচেয়ে বড় রাজ্য।
-
যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়।
-
তাদের জাতীয় দিবসও ৪ জুলাই।
-
জনসংখ্যা অনুযায়ী সবচেয়ে বড় রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
-
আইনসভাকে বলা হয় কংগ্রেস, যা দুই ভাগে বিভক্ত — নিচে “হাউস অফ রিপ্রেজেন্টেটিভস” এবং উপরে “সিনেট”।
-
জুলাই ২০২৫ অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন।
-
ক্রীতদাস প্রথা বিলোপ করেন আব্রাহাম লিংকন, যা ১৮৬৩ সালে হয়।
ভারত
-
ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ।
-
১৫ আগস্ট ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে।
-
২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারত প্রজাতন্ত্র ঘোষণা করে এবং সংবিধান চালু হয়।
-
ভারতের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট, নিচের কক্ষ “লোকসভা” এবং উপরের কক্ষ “রাজ্যসভা”।
-
ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু।
-
প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড. রাজেন্দ্র প্রসাদ।
-
প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন।
-
প্রথম নারী রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল।
-
বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
-
বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি প্রথম সাঁওতাল উপজাতির রাষ্ট্রপতি।
যুক্তরাজ্য
-
যুক্তরাজ্যের সরকার ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
-
তাদের সংবিধান লেখা হয়নি, এটি অলিখিত।
-
সরকারের প্রধান প্রধানমন্ত্রী।
-
প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়ালপল।
-
প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।
-
সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি সাহিত্যে নোবেল পুরস্কারও পান।
-
রাষ্ট্র প্রধান রানি বা রাজা।
-
বর্তমানে রাজা তৃতীয় চার্লস রাজা হিসেবে রয়েছেন।
-
যুক্তরাজ্যের আইনসভাকে বলা হয় পার্লামেন্ট, যেটি দুই কক্ষবিশিষ্ট — উপরের কক্ষ “হাউস অব লর্ডস” এবং নিচের কক্ষ “হাউস অব কমন্স”।
সূত্র: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

0
Updated: 4 days ago