অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
A
১৯১৭
B
১৮৫৭
C
১৮৪৯
D
১৭৫৭
উত্তরের বিবরণ
অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব
১৯১৭ সালে রাশিয়ায় অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব হয়। এই বিপ্লবের মাধ্যমে বলশেভিকরা ক্ষমতা নেয় এবং রাশিয়ায় প্রথম সমাজতান্ত্রিক সরকার গড়ে ওঠে।
রুশ বিপ্লব
১৯১৭ সালে রাশিয়ায় দুইটি বড় বিপ্লব ঘটে, যেগুলোকে মিলিয়ে "রুশ বিপ্লব" বলা হয়।
১. ফেব্রুয়ারি বিপ্লব
২. অক্টোবর (বলশেভিক) বিপ্লব
এই বিপ্লবগুলোয় রাশিয়ার রাজতন্ত্র শেষ হয়ে যায় এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পায়।
ফেব্রুয়ারি বিপ্লব
ফেব্রুয়ারি বিপ্লবের ফলে জার নিকোলাস দ্বিতীয় রাজপদ থেকে সরানো হয় এবং বন্দি করা হয়। এই বিপ্লবের নেতৃত্ব দেয় আলেক্সান্দ্রো ক্যারেনস্কি।
বলশেভিক বা অক্টোবর বিপ্লব
এর পরেই অক্টোবর বিপ্লব হয়, যেখানে ভ্লাদিমির লেনিন এবং লিওন ট্রটস্কি নেতৃত্বে বলশেভিকরা দেশের নিয়ন্ত্রণ নেয়। তারা রাশিয়ায় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলে।
সূত্র: Britannica ও History.com
0
Updated: 3 months ago
'অরেঞ্জ বিপ্লব' কত সালে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
২০০০ সালে
B
২০০২ সালে
C
২০০৪ সালে
D
২০০৬ সালে
অরেঞ্জ বিপ্লব হলো ইউক্রেনে সংঘটিত এক ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক আন্দোলন, যা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং নির্বাচন স্বচ্ছতার দাবিতে অনুষ্ঠিত হয়।
-
স্থান ও বছর: ইউক্রেন, ২০০৪
-
কেন্দ্রবিন্দু: রাজধানী কিয়েভ
-
কারণ: ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতি
-
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক আন্দোলন
0
Updated: 1 month ago
অরেঞ্জ বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল কোন শহর?
Created: 2 months ago
A
মস্কো
B
কিয়েভ
C
মিনস্ক
D
ওডেসা
অরেঞ্জ বিপ্লব
সংঘটিত স্থান: ইউক্রেন
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক ঘটনা
সংঘটিত সময়: ২০০৪ সাল
কেন্দ্রবিন্দু: ইউক্রেনের রাজধানী কিয়েভ
কারণ: ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও দুর্নীতির অভিযোগ থেকে এ আন্দোলনের সূচনা।
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
ফরাসি বিপ্লবের সময় 'থার্ড এস্টেট' বলতে কাদের বোঝানো হতো?
Created: 3 weeks ago
A
অভিজাত শ্রেণি
B
রাজা ও তার পরিবার
C
সাধারণ মানুষ
D
ভিক্ষুক শ্রেণি
ফরাসি সমাজে থার্ড এস্টেট হলো সুবিধাবঞ্চিত সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ, যাদের উপর করের বোঝা চাপানো হতো কিন্তু কোনো রাজনৈতিক অধিকার ছিল না।
ফ্রান্সে ফরাসি বিপ্লব:
-
সময়কাল: ১৭৮৯-১৭৯৯ সাল পর্যন্ত।
-
স্লোগান: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
-
ফরাসি বিপ্লবের “শিশু” হিসেবে পরিচিত নেপোলিয়ন।
-
বাস্টিল দূর্গের আক্রমণ ফরাসি বিপ্লবের সূচনা করে।
-
দার্শনিক রুশো ও ভলতেয়ারের লেখনী বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিল।
-
ফরাসি বিপ্লবের আনুষ্ঠানিক শুরু ঘটে ১৪ জুলাই, ১৭৮৯ সালে বাস্তিল দূর্গের পতনের মাধ্যমে।
0
Updated: 3 weeks ago