A
ফ্রান্সিস ড্রেক
B
ফার্ডিনান্ড ম্যাগেলান
C
ভাস্কো-ডা-গামা
D
ক্রিস্টোফার কলম্বাস
উত্তরের বিবরণ
পর্তুগিজরা ভারত উপমহাদেশে আগমন ও বাণিজ্য
পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা প্রথম ইউরোপীয় হিসেবে ১৪৯৮ সালে সমুদ্রপথে ভারতে পৌঁছান। তিনি আফ্রিকা ঘুরে, কেপ অব গুড হোপ পেরিয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন।
প্রথমে বাণিজ্যের উদ্দেশ্যে পর্তুগিজরা এ উপমহাদেশে আসে। কিন্তু পরে তারা সাম্রাজ্য গড়ার চিন্তা করতে থাকে।
ভাস্কো ডা গামার ভারত আগমনের পর, ধীরে ধীরে আরো অনেক পর্তুগিজ ভারতবর্ষে আসতে শুরু করে। এর আগে ১৪৮৭ সালে বার্থলমিউ দিয়াজ ও পরে আলভারেঞ্জ ক্যাব্রাল, এবং ১৫০৯ সালে আলবুকার্ক ভারতের গোয়া অঞ্চলে আসেন।
আলবুকার্ক-ই ছিলেন ভারতবর্ষে পর্তুগিজ শক্তির মূল প্রতিষ্ঠাতা।
সূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 4 days ago