কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
A
ফ্রান্সিস ড্রেক
B
ফার্ডিনান্ড ম্যাগেলান
C
ভাস্কো-ডা-গামা
D
ক্রিস্টোফার কলম্বাস
উত্তরের বিবরণ
পর্তুগিজরা ভারত উপমহাদেশে আগমন ও বাণিজ্য
পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা প্রথম ইউরোপীয় হিসেবে ১৪৯৮ সালে সমুদ্রপথে ভারতে পৌঁছান। তিনি আফ্রিকা ঘুরে, কেপ অব গুড হোপ পেরিয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন।
প্রথমে বাণিজ্যের উদ্দেশ্যে পর্তুগিজরা এ উপমহাদেশে আসে। কিন্তু পরে তারা সাম্রাজ্য গড়ার চিন্তা করতে থাকে।
ভাস্কো ডা গামার ভারত আগমনের পর, ধীরে ধীরে আরো অনেক পর্তুগিজ ভারতবর্ষে আসতে শুরু করে। এর আগে ১৪৮৭ সালে বার্থলমিউ দিয়াজ ও পরে আলভারেঞ্জ ক্যাব্রাল, এবং ১৫০৯ সালে আলবুকার্ক ভারতের গোয়া অঞ্চলে আসেন।
আলবুকার্ক-ই ছিলেন ভারতবর্ষে পর্তুগিজ শক্তির মূল প্রতিষ্ঠাতা।
সূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
Created: 1 month ago
A
ডিনামাইট
B
বিদ্যুৎ
C
পোলিও টিকা
D
কয়লা
আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন।
আলফ্রেড নোবেল:
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি।
- আলফ্রেড নোবেলের জন্ম ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে।
- বাবা ইমানুয়েল নোবেল ছিলেন প্রকৌশলী।
- যুদ্ধাস্ত্র তৈরির পাশাপাশি নতুন নতুন বিস্ফোরক উদ্ভাবন করতেন তিনি।
- তার বাবার কারখানায় কাজ শিখে আলফ্রেড নোবেল।
- তিনি প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন।
- ১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে আবিষ্কার করেন ডিনামাইট।
উল্লেখ্য,
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পর ১৮৯৭ সালে গঠিত হয় নরওয়েজিয়ান নোবেল কমিটি।
- ১৯০০ সালে গঠিত হয় নোবেল ফাউন্ডেশন।
- ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়।
- তাঁর ইচ্ছা অনুযায়ী বিশ্বমানবতার কল্যাণে কাজ করে যাঁরা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাঁদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
উৎস: Britannica.

0
Updated: 1 month ago
সম্প্রতি পৃথিবীর ৪৮তম রক্তের গ্রুপ ‘গোয়াডা নেগেটিভ (G–)’ শনাক্ত করেছে কোন দেশ? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 3 days ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
নাইজেরিয়া
D
মালি
ফ্রান্সের জাতীয় রক্ত সঞ্চালন সংস্থা ‘দ্য ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্ট’ সম্প্রতি রক্তের একটি নতুন গ্রুপের সন্ধান দিয়েছে।
মূল তথ্যসমূহ:
-
নতুন রক্তের গ্রুপের নাম: গোয়াডা নেগেটিভ।
-
উৎস: একটি ফরাসি নারীর শরীরের রক্ত নমুনা থেকে, যা ১৫ বছর আগে সংগ্রহ করা হয়েছিল।
-
স্বীকৃতি: ইন্টারন্যাশনাল সোসাইটি অব ব্লাড ট্রান্সফিউশন (সেপ্টেম্বর-২০২৫) আনুষ্ঠানিকভাবে এই রক্তের গ্রুপকে স্বীকৃতি দিয়েছে।

0
Updated: 3 days ago