কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
A
ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
B
তেল উৎপাদনকারী দেশসমূহ
C
এশিয়া ও ইউরোপের দেশসমূহ
D
স্বল্প উন্নত দেশসমূহ
উত্তরের বিবরণ
কমনওয়েলথ কী?
কমনওয়েলথ হলো একটি সংগঠন, যেখানে ব্রিটেনের সাবেক উপনিবেশ থেকে স্বাধীন হওয়া দেশগুলো একসাথে থাকে। এই দেশগুলো একে অপরের সঙ্গে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে সাহায্য-সহযোগিতা করে।
কমনওয়েলথের মূল বিষয়সমূহ
-
এটি মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি জোট।
-
ব্রিটেনের শাসন থেকে স্বাধীন হয়ে যেসব দেশ গড়ে উঠেছে, তারা এই সংগঠনের সদস্য।
-
ব্রিটেনের রাজা বা রানী কমনওয়েলথের প্রধান।
-
সব সদস্য দেশ মিলে সম্মত হলে সিদ্ধান্ত নেওয়া হয়।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
-
বর্তমানে (জুলাই ২০২৫) এর ৫৬টি সদস্য দেশ আছে।
-
সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউসে অবস্থিত।
কমনওয়েলথের লক্ষ্য
সদস্য দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা।
ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত:
-
১৯২৬ সালে ‘বেলফোর ঘোষণায়’ ব্রিটিশ কমনওয়েলথের ধারণা জন্মায়।
-
১৯৩১ সালে ‘স্ট্যাটিউট অব ওয়েস্ট মিনিস্টার’ আইনের মাধ্যমে ব্রিটিশ উপনিবেশগুলো স্বাধীনতা পায়।
-
১৯৪৯ সালে ‘লন্ডন ঘোষণা’র মাধ্যমে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে ‘কমনওয়েলথ অব নেশনস’ হিসেবে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।
সূত্র: Commonwealth ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা -
Created: 4 months ago
A
৪৮
B
৫০
C
৫২
D
৫৬
কমনওয়েলথ হলো এমন একটি আন্তর্জাতিক সংগঠন যা ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর সমন্বয়ে গঠিত। এক সময় ব্রিটিশ শাসনের অধীনে থাকা বিভিন্ন জনপদ ও অঞ্চল পরবর্তীতে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হলে, তাদের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক রক্ষার উদ্দেশ্যে এই সংস্থাটি গঠিত হয়।
কমনওয়েলথের নেতৃত্বে রয়েছেন ব্রিটেনের রাজা বা রানী, যিনি এই সংস্থার প্রধান হিসেবে স্বীকৃত। সংস্থাটির সিদ্ধান্তসমূহ গৃহীত হয় সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে।
প্রতিষ্ঠা ও কাঠামো:
-
প্রতিষ্ঠা বছর: ১৯৪৯
-
সদস্য সংখ্যা: বর্তমানে ৫৬টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র
-
সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন
মূল উদ্দেশ্য ও লক্ষ্য:
কমনওয়েলথ সংস্থার প্রধান লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সমৃদ্ধি সাধন করা।
এটি এমন একটি মঞ্চ যেখানে সদস্য রাষ্ট্রগুলো সমতা ও সংহতির ভিত্তিতে কাজ করে, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে এবং বিশ্বে শান্তি ও উন্নয়নের জন্য সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণ করে।
উৎস:
কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 4 months ago
কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৫২টি
B
৫৫টি
C
৫৬টি
D
৫৮টি
কমনওয়েলথ হলো অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা, যা ১৯২৬ সালে ধারণাগতভাবে গঠিত হয় এবং ১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথ হিসেবে প্রতিষ্ঠা পায়।
-
সদরদপ্তর: লন্ডন
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৬টি [আগস্ট, ২০২৫]
-
ব্রিটিশ উপনিবেশে না থেকে সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো
-
দাপ্তরিক ভাষা: ইংরেজি
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়
-
বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য
0
Updated: 1 month ago
নিম্নলিখিত কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল না কিন্তু কমনওয়েলথের সদস্য? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
মোজাম্বিক
C
কানাডা
D
অস্ট্রেলিয়া
কমনওয়েলথ হলো একটি আন্তর্জাতিক সমিতি, যা মূলত ব্রিটিশ রাজ্যের প্রাক্তন উপনিবেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৫৬টি [আগস্ট, ২০২৫]
-
৫৫তম দেশ: গ্যাবন
-
৫৬তম দেশ: টোগো
-
-
বাংলাদেশ: ১৯৭২ সালে সদস্যপদ লাভ করে, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
ব্রিটিশ উপনিবেশ না হলেও সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো
-
বিশেষ তথ্য:
-
পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে, ১৯৮৯ সালে পুনরায় যোগ দেয়
-
দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে, ১৯৯৪ সালে পুনরায় যোগ দেয়
-
২০২২ সালে গ্যাবন ও টোগো রুয়ান্ডা সম্মেলনে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়
-
উৎস:
0
Updated: 1 month ago