'ডুরান্ড লাইন' কোন্ কোন্ দেশের সীমারেখা চিহ্নিত করে?
A
বাংলাদেশ-ভারত
B
চীন-ভারত
C
নেপাল-ভারত
D
সঠিক উত্তর নেই
উত্তরের বিবরণ
ডুরান্ড লাইন হলো ঐতিহাসিকভাবে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তরেখা, যা বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্তরেখা হিসেবে বিবেচিত। এটি ১৮৯৩ সালে এক চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়েছিল।
তথ্যগুলো নিম্নরূপ:
-
চুক্তির পক্ষ: স্যার হেনরি মর্টিমার ডুরান্ড (ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব) এবং আফগান আমির আবদুর রহমান খান-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
-
চুক্তির সাল: ১৮৯৩ সাল।
-
অবস্থান ও দৈর্ঘ্য: ডুরান্ড লাইনটির দৈর্ঘ্য প্রায় ২,৬৪০ কিলোমিটার, যা আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত জুড়ে বিস্তৃত।
-
বিতর্ক: আফগানিস্তান কখনোই এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি; তাই এটি আজও দুই দেশের মধ্যে একটি রাজনৈতিক ও সীমান্তবিতর্কিত এলাকা হিসেবে বিবেচিত।
-
মূল কথা: যদিও প্রশ্নে সরাসরি উত্তর নেই, প্রাসঙ্গিকভাবে বলা যায়—ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তরেখা, যা ১৮৯৩ সালের চুক্তির ফলাফল।

0
Updated: 3 days ago
কোন দুটি দেশের মধ্যে 'মংডু' সীমান্ত অবস্থিত?
Created: 1 month ago
A
ভারত ও নেপাল
B
বাংলাদেশ ও ভারত
C
নেপাল ও চীন
D
বাংলাদেশ ও মিয়ানমার
ChatGPT said:

0
Updated: 1 month ago