গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদি গ্রুপ?
A
পোল্যান্ড
B
হল্যান্ড
C
নিউজিল্যান্ড
D
ফিনল্যান্ড
উত্তরের বিবরণ
গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন, যার মূল লক্ষ্য পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা। এটি কোনো একক দেশের সংগঠন নয়, বরং বিশ্বব্যাপী একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে।
পয়েন্ট আকারে তথ্যগুলো:
-
প্রতিষ্ঠা: ১৯৭১ সালে কানাডায় একদল কর্মী এটি প্রতিষ্ঠা করেন।
-
সদর দপ্তর: বর্তমানে এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে অবস্থিত।
-
কার্যক্রম: বিশ্বের প্রায় ৫৫টিরও বেশি দেশে পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
-
উল্লেখযোগ্য দিক: যেহেতু কানাডায় প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এর কেন্দ্র নেদারল্যান্ডসে, তাই উত্তর হবে নেদারল্যান্ড বা হল্যান্ড।

0
Updated: 3 days ago