বলকান রাষ্ট্র কয়টি?
A
১১ টি
B
১২ টি
C
১৩ টি
D
১৪ টি
উত্তরের বিবরণ
বলকান রাষ্ট্রসমূহ (Balkan States) সাধারণভাবে ১১টি দেশ নিয়ে গঠিত বলে স্বীকৃত, যা ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। এই রাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে বলকান উপদ্বীপ (Balkan Peninsula) বলা হয়।
১১টি বলকান রাষ্ট্র হলো:
-
আলবেনিয়া (Albania)
-
বসনিয়া ও হার্জেগোভিনা (Bosnia and Herzegovina)
-
বুলগেরিয়া (Bulgaria)
-
ক্রোয়েশিয়া (Croatia)
-
গ্রিস (Greece)
-
মন্টেনেগ্রো (Montenegro)
-
উত্তর মেসিডোনিয়া (North Macedonia)
-
রোমানিয়া (Romania)
-
সার্বিয়া (Serbia)
-
স্লোভেনিয়া (Slovenia)
-
কসোভো (Kosovo)
অবস্থান ও বৈশিষ্ট্য:
-
এই অঞ্চল ইউরোপের দক্ষিণ-পূর্ব কোণে, আড্রিয়াটিক, ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
-
বলকান দেশগুলো ঐতিহাসিকভাবে সংস্কৃতি, ধর্ম ও রাজনীতির দিক থেকে বৈচিত্র্যময়, এবং দীর্ঘদিন ধরে ভূ-রাজনৈতিক গুরুত্ব বহন করে আসছে।

0
Updated: 3 days ago