'ডকট্রিন অব ল্যাপস' ব্রিটিশদের
A
রাজ্য দখল নীতি
B
রাজ্য ফিরিয়ে দেয়ার নীতি
C
সুশাসন প্রতিষ্ঠার নীতি
D
ন্যায় বিচারের নীতি
উত্তরের বিবরণ
‘ডকট্রিন অব ল্যাপস’ ছিল ব্রিটিশদের রাজ্য দখলের একটি নীতি, যার মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের ব্যাপক সম্প্রসারণ ঘটে। এই নীতি মূলত গভর্নর জেনারেল লর্ড ডালহৌসী প্রয়োগ করেন।
‘ডকট্রিন অব ল্যাপস’ অর্থাৎ স্বত্ববিলোপ নীতির মাধ্যমে ব্রিটিশরা এমন রাজ্য দখল করত, যেখানে শাসকের কোনো জৈবিক উত্তরাধিকারী ছিল না।
-
ডালহৌসীর শাসনামলে ব্রিটিশ সাম্রাজ্য ভারতে ব্যাপকভাবে বিস্তৃত হয়।
-
এই নীতি প্রয়োগ করে তিনি সাতারা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি ও নাগপুর রাজ্য দখল করেন।
-
তিনি আরও কর্ণাটক ও তাঞ্জোরের খেতাবসার সার্বভৌমত্ব বিলোপ করেন, কারণ এগুলোকে তিনি অকার্যকর বলে বিবেচনা করেছিলেন।
-
প্রাক্তন পেশোয়া দ্বিতীয় বাজি রাও মারা গেলে, তাঁর দত্তকপুত্র নানা সাহেবকে পেনশন দিতে তিনি অস্বীকৃতি জানান, যা পরবর্তীতে অসন্তোষের জন্ম দেয়।

0
Updated: 3 days ago
ট্যাভারনিয়ে কোন দেশের পর্যটক ছিলেন?
Created: 3 days ago
A
ইংল্যান্ড
B
ফ্রান্স
C
পর্তুগাল
D
স্পেন
সতেরো শতকের বিখ্যাত ফরাসি পর্যটক জে.বি টেভার্নিয়ার (১৬০৫–১৬৮৯) ইউরোপ থেকে ভারত ও বাংলাসহ এশিয়ার বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছিলেন। তাঁর লেখা ভ্রমণবৃত্তান্তে সে সময়কার ভারতের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার বাস্তব চিত্র ফুটে উঠেছে।
-
জন্ম: ১৬০৫ খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিসে।
-
পরিবার: তাঁর বাবা গ্যাব্রিয়েল টেভার্নিয়ার ছিলেন একজন বণিক ও ভূগোলবিদ, যাঁর কাছ থেকেই তিনি ভূগোলচর্চা ও বিদেশ ভ্রমণের অনুপ্রেরণা পান।
-
ভারত ভ্রমণ: সতেরো শতকের ষাটের দশকে তিনি ভারত ভ্রমণ করেন এবং বাংলার রাজধানী ঢাকা সম্পর্কে মূল্যবান বর্ণনা দেন।
-
ভ্রমণবৃত্তান্ত: তাঁর ভ্রমণের বিবরণ “Travels in India” শিরোনামে ১৬৮৯ খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত হয়।
-
বাংলা ভ্রমণ: তিনি দুবার ঢাকা সফর করেন—প্রথমবার ১৬৪০ সালে এবং দ্বিতীয়বার ১৬৬৬ সালের জানুয়ারিতে।
-
তাঁর বর্ণনায় তৎকালীন ঢাকার ঐশ্বর্য, বাণিজ্যিক গুরুত্ব ও নগরজীবনের নানা দিক বিশদভাবে ফুটে উঠেছে।

0
Updated: 3 days ago
'ডুমা' ছিল-
Created: 4 days ago
A
জারের সাধারণ সভা
B
জারের প্রাসাদের নাম
C
নাট্যশালার নাম
D
নৃত্যমঞ্চের নাম
রাশিয়ার রাজনৈতিক ইতিহাসে স্টেট দুমা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। এটি রাশিয়ার আইনসভার নিম্নকক্ষ এবং জাতীয় সংসদের একটি প্রধান অংশ। নিচে এর মূল তথ্যগুলো উপস্থাপন করা হলো—
-
স্টেট দুমা (State Duma) জারের সাধারণ সভা হিসেবে পরিচিত ছিল এবং এটি রাশিয়ান সরকারের আইনসভার অন্যতম অঙ্গ।
-
এর উচ্চকক্ষ হিসেবে কাজ করে ফেডারেশন কাউন্সিল (Federation Council)।
-
১৯০৬ সালে স্টেট দুমা প্রথম প্রতিষ্ঠিত হয় এবং এটি রাশিয়ার প্রথম নির্বাচিত সংসদ হিসেবে স্বীকৃত।
-
পরবর্তীতে ১৯২২ সালে এটি সোভিয়েত সংসদ দ্বারা প্রতিস্থাপিত হয়।

0
Updated: 4 days ago
দ্বিতীয় যোসেফের উল্লেখযোগ্য সংস্কার হলো-
Created: 3 days ago
A
মৃত্যুদন্ড নিষিদ্ধকরন
B
রাজস্ব বৃদ্ধি
C
ভূমিদাস প্রথার অবসান
D
প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি
দ্বিতীয় যোসেফ ছিলেন অস্ট্রিয়ার প্রজাহিতৈষী স্বৈরশাসকদের মধ্যে অন্যতম, যিনি প্রজাদের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ সংস্কার কার্য সম্পন্ন করেন।
তিনি তাঁর মা মারিয়া থেরেসার মৃত্যুর পর ১৭৮০ সালে অস্ট্রিয়ার পূর্ণ শাসনভার গ্রহণ করেন এবং সমাজের প্রায় সবক্ষেত্রে পরিবর্তনের উদ্যোগ নেন।
ভূমিদাস প্রথার অবসান ছিল তাঁর সর্বাধিক গুরুত্বপূর্ণ সংস্কার।
-
মৃত্যুদণ্ডের বিলুপ্তি ঘটান।
-
ধর্মীয় স্বাধীনতা প্রদান করে সব ধর্মের মানুষকে সমান অধিকার ভোগের সুযোগ দেন।
-
আইনের চোখে সকল নাগরিকের সমতা ঘোষণা করেন।
-
প্রশাসনিক, আর্থ-সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক সংস্কার আনেন।
তাঁর সকল উদ্যোগের মূল লক্ষ্য ছিল প্রজাদের মঙ্গলসাধন। তিনি আন্তরিকভাবে এ লক্ষ্যে কাজ করলেও তাঁর গৃহীত সংস্কারসমূহ দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে তিনি ১৭৯০ সালে মৃত্যুবরণ করেন।

0
Updated: 3 days ago