২০২০ সালে হিসাব অনুযায়ী মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের সূচক কত?
A
১৩৩
B
১৩৪
C
১৩৫
D
১৩৬
উত্তরের বিবরণ
২০২০ সালে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক (HDI) ছিল ০.৬৫৭, যা জাতিসংঘের মানব উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শ্রেণিবিন্যাস অনুযায়ী “মাঝারি মানব উন্নয়ন” (Medium Human Development) শ্রেণিতে পড়ে।
-
মানব উন্নয়ন সূচক (HDI): এটি একটি যৌগিক সূচক যা একটি দেশের গড় আয়ু, শিক্ষা ও আয়—এই তিনটি মানদণ্ডের ভিত্তিতে মানব উন্নয়নের স্তর নির্ধারণ করে।
-
বাংলাদেশের অবস্থান (২০২০):
-
মান: ০.৬৫৭
-
র্যাঙ্কিং: ১৮৯টি দেশের মধ্যে ১৩৩তম স্থান
-
-
বিশ্লেষণ: এই মান নির্দেশ করে যে বাংলাদেশের মানব উন্নয়ন প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যে অগ্রগতির ফলে। তবে আয় বৈষম্য ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে।
উৎস: United Nations Development Programme (UNDP), Human Development Report 2020

0
Updated: 3 days ago
বাংলাদেশের একমাত্র গন্ধক খনি কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
কক্সবাজার
B
দিনাজপুর
C
সুনামগঞ্জ
D
রাঙামাটি
বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ:
-
গন্ধকের খনি:
-
অবস্থান: কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপ
-
ব্যবহার: সালফিউরিক এসিড, বারুদ, কীটনাশক ইত্যাদি তৈরিতে ব্যবহৃত
-
-
গ্রানাইট খনি:
-
অবস্থান: দিনাজপুর জেলার মধ্যপাড়া
-
ব্যবহার: দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ
-
-
ইউরেনিয়াম:
-
অবস্থান: মৌলভীবাজার জেলার কুলাউড়া পাহাড়
-
ব্যবহার: পারমাণবিক শক্তি উৎপাদন ও বিদ্যুৎ উৎপাদনে সম্ভাবনাময় উৎস
-

0
Updated: 1 month ago