তলানী জমা হওয়ার সহায়ক অবস্থা কোনটি?
A
Fg > Fd
B
Fg = Fd
C
Fg
D
Fg ≠ Fd
উত্তরের বিবরণ
Fg (Gravitational Force) হলো মাধ্যাকর্ষণ বল, যা কণাকে নিচের দিকে টেনে নেয়।
Fd (Drag বা Upthrust Force) হলো প্রবাহের ঘর্ষণ বা উত্তোলন বল, যা কণাকে উপরে ঠেলে দেয় বা ভেসে থাকতে সাহায্য করে।
-
তলানী জমা হওয়ার শর্ত:
তলানী তখনই নিচে জমা হয় যখন —
Fg > Fd,
অর্থাৎ, মাধ্যাকর্ষণ বল উত্তোলন বলের তুলনায় বেশি হয়। -
এই অবস্থায় কণাগুলো তরল বা প্রবাহিত মাধ্যমের প্রতিরোধ অতিক্রম করে নিচের দিকে নেমে তলানীতে জমা হয়।
-
বিপরীতে, যদি Fd ≥ Fg হয়, তাহলে কণাগুলো ভেসে থাকবে বা নিচে নামবে না।

0
Updated: 3 days ago