বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে?
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
স্পিকার
D
সংসদ সচিব
উত্তরের বিবরণ
বাংলাদেশ একটি সংসদীয় শাসনব্যবস্থার দেশ, যেখানে নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে রাষ্ট্রপতির পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন মোঃ সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির ভূমিকা
-
রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত থাকেন।
-
তিনি সংবিধান ও আইনের অধীনে নির্ধারিত ক্ষমতা ও দায়িত্ব পালন করেন।
-
সংবিধানের চতুর্থ ভাগে (অনুচ্ছেদ ৪৮ থেকে ৫৪ পর্যন্ত) রাষ্ট্রপতির দায়িত্ব, ক্ষমতা ও নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যক্রম ও ক্ষমতা
-
বাংলাদেশের সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে একটি প্রজাতন্ত্র, যার ফলে রাষ্ট্রপতি হচ্ছেন দেশের নির্বাহী প্রধান। তবে বাস্তবে তিনি অলঙ্কারিক প্রধান, অর্থাৎ তাঁর কার্যক্রম প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পরিচালিত হয়।
-
রাষ্ট্রপতি ৫ বছরের জন্য জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
প্রয়োজনে সংসদ রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন এনে তাঁকে অপসারণ করতে পারে।
রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা
-
রাষ্ট্রপতি হতে হলে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে।
-
সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।
-
তিনি যদি আগে কখনো রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত না হয়ে থাকেন, তাহলে এই পদে নির্বাচন করতে পারবেন।
-
রাষ্ট্রপতির মেয়াদ চলাকালীন তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।
রাষ্ট্রপতির দায়িত্ব
-
সরকার পরিচালনার সব কার্যক্রম রাষ্ট্রপতির নামে সম্পন্ন হয়।
-
তিনি প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ দেন।
-
প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক, নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক, পাবলিক সার্ভিস কমিশনের সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে থাকেন।
-
বিদেশি রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের পরিচয়পত্র গ্রহণ করেন।
-
তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
আইন ও সংসদ সংক্রান্ত দায়িত্ব
-
জাতীয় সংসদের অধিবেশন ডাকেন।
-
সংসদে কোনো বিল পাস হলে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তা তাঁর কাছে পাঠানো হয়।
-
প্রয়োজনে, বিশেষ করে সংসদ না থাকলে, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে আইন করতে পারেন।
অন্যান্য দায়িত্ব ও সম্মানসূচক কাজ
-
রাষ্ট্রপতি দেশের সম্মান ও মর্যাদার প্রতীক।
-
তিনি জাতির বিভিন্ন অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পদক ও খেতাব দিয়ে সম্মানিত করেন।
-
রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কেউ বিদেশি খেতাব গ্রহণ করতে পারে না।
-
রাষ্ট্রীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শপথ বাক্য পাঠ করানোও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে।
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?
Created: 1 month ago
A
৫ম
B
৭ম
C
৮ম
D
১০ম
২০২৪ সালে জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান ও সার্বিক পরিচিতি
বিশ্বের সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট দেশগুলোর মধ্যে ২০২৪ সালে বাংলাদেশ ৮ম স্থানে রয়েছে।
বাংলাদেশের মৌলিক পরিচিতি এক নজরে:
-
রাষ্ট্রীয় নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
-
আন্তর্জাতিক কলিং কোড: +৮৮০
-
সময় অঞ্চল: বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST), যা GMT +৬ ঘন্টা।
-
মোট জনসংখ্যা: আনুমানিক ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র।
-
ভৌগোলিক পরিসর:
-
অক্ষাংশ: ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর।
-
দ্রাঘিমাংশ: ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১' পূর্ব।
-
ভূপ্রাকৃতিক ও প্রশাসনিক তথ্য:
-
মোট আয়তন: ১,৪৮,৪৬০ বর্গকিলোমিটার।
-
সমুদ্র উপকূলরেখার দৈর্ঘ্য: ৭১৬ কিলোমিটার।
-
রাজনৈতিক সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল।
-
অর্থনৈতিক একচেটিয়া অঞ্চল: ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।
-
সিটি কর্পোরেশন: ১২টি
-
জেলা: ৬৪টি
-
পৌরসভা: ৩৩০টি
-
উপজেলা: ৪৯৫টি
-
ইউনিয়ন পরিষদ: ৪৫৯৬টি
বিশেষ তথ্য:
-
জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৮ম বৃহত্তম দেশ।
-
অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ বর্তমানে পৃথিবীর ৩৫তম বৃহৎ অর্থনীতি হিসেবে চিহ্নিত।
তথ্যসূত্র:
-
World Population Review
-
National Portal of Bangladesh (জাতীয় তথ্য বাতায়ন)
-
Worldometers.info

0
Updated: 1 month ago
নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?
Created: 1 month ago
A
মার্কিন যুক্তরাষ্ট্র
B
জাপান
C
দক্ষিণ কোরিয়া
D
জার্মানি
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন]
বৈদেশিক বিনিয়োগ
- মূলত বিদেশ থেকে যত বিনিয়োগ আসে এবং সেই সময়ে আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করার পর বিয়োজন করলে যা অবশিষ্ট থাকে সেটাই নিট বিনিয়োগ।
- বাংলাদেশ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (২০২৪-২৫ অর্থবছর) ৮৪৬.১২ মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা পেয়েছে।
- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রাপ্ত ১.২৮ বিলিয়ন ডলার।
⇒ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৩-২৪ অর্থবছর শেষে নেট বিদেশি বিনিয়োগ হয়েছে ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার.
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সর্বাধিক ৪৩৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে টেক্সটাইল ও পোশাক খাতে।
- তারপর, ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ ২৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।
- অন্যান্য খাতের মধ্যে ওষুধ ও রাসায়নিক, বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম এবং খাদ্য খাতেও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ দেখা গেছে।
⇒ বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশী সাহায্য আসে জাপান থেকে। [নভেম্বর, ২০২৪]
- বৈদেশিক সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে বেশি সাহায্য আসে বিশ্বব্যাংক ও এডিবি থেকে।
অন্যদিকে,
- ২০২৩ সালে বংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসে যুক্তরাজ্য থেকে।
উৎস: অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ওয়েবসাইট

0
Updated: 1 month ago
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো) ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?
Created: 1 month ago
A
থাইল্যান্ড
B
মিয়ানমার
C
ভিয়েতনাম
D
ভুটান
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। এটি এখন আর গুরুত্বপূর্ণ নয় তাই প্রশ্নটি বাতিল করা হলো।

0
Updated: 1 month ago