বাংলায় ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায়-
A
শায়েস্থা র শাসনামলে
B
শের শাহের শাসনামলে
C
মীর জুমলার শাসনামলে
D
ইসলাম খাঁর শাসনামলে
উত্তরের বিবরণ
মীর জুমলার শাসনামলে বাংলায় ইউরোপীয় বণিকদের প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তিনি দেশের অর্থনৈতিক কাঠামো ও ব্যবসায়ীদের ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতেন এবং সুবাহদার হিসেবে তাদের স্বার্থ রক্ষায় সচেষ্ট ছিলেন।
মীর জুমলা বাংলার অর্থনীতি ও বাণিজ্যের প্রতি বিশেষ মনোযোগী ছিলেন।
-
তাঁর আমলে পর্তুগিজদের বাণিজ্যিক প্রভাব হ্রাস পায়।
-
তাদের পরিবর্তে ওলন্দাজ ও ইংরেজ বণিকরা বাংলার বাণিজ্যে প্রবেশ করে।
-
ইউরোপীয় কোম্পানিগুলো তাঁর শক্তি ও প্রভাবের কারণে তাঁর অনুগ্রহ কামনা করত।
-
রাজকীয় অনুমোদনপ্রাপ্ত বাণিজ্যিক সুবিধা ভোগের ক্ষেত্রে তিনি বিদেশি বণিক ও ইউরোপীয় কোম্পানিগুলোকে সহায়তা করেন।

0
Updated: 3 days ago