অ্যামিবিওসিস কোনটির মাধ্যমে সংক্রমিত হয়?
A
যৌন সংস্পর্শে
B
অপরিষ্কার হাতের মাধ্যমে
C
পানি ও খাদ্যের মাধ্যমে
D
উপরের সবগুলি
উত্তরের বিবরণ
অ্যামিবিয়াসিস (Amoebiasis) হলো একটি প্রোটোজোয়া-জনিত রোগ, যা এন্টামিবা হিস্টোলিটিকা (Entamoeba histolytica) নামক পরজীবীর দ্বারা সৃষ্টি হয়। এই রোগ সাধারণত দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সংক্রমিত ব্যক্তির মলের মাধ্যমে দূষিত হতে পারে।
-
সংক্রমণের মাধ্যম: পরজীবীর সিস্ট (cyst) মলের সাথে নির্গত হয় এবং দূষিত পানি, খাদ্য বা অপর্যাপ্ত স্বাস্থ্যবিধির মাধ্যমে অন্য মানুষের দেহে প্রবেশ করে।
-
প্রধান কারণ: অপরিষ্কার পরিবেশ, নিম্নমানের স্যানিটেশন ও অপর্যাপ্ত হাত ধোয়ার অভ্যাস, বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, এই রোগের বিস্তারে সহায়তা করে।
-
প্রভাব: এই পরজীবী অন্ত্রে প্রবেশ করে অন্ত্রের প্রাচীর ক্ষতিগ্রস্ত করে, যার ফলে অমাশয় বা ডিসেন্ট্রি দেখা দিতে পারে।

0
Updated: 12 hours ago
ফাইলোরিয়াসিসের জীবানুর ভেকটর কোন্ মশা?
Created: 23 hours ago
A
এসিড
B
কিউলেক্স
C
অ্যানোফিলিস
D
উপরের সবগুলি
উ. কিউলেক্স
-
ফাইলেরিয়াসিস (Filariasis) রোগের জীবাণু হলো Wuchereria bancrofti, যা কিউলেক্স মশা (Culex mosquito) দ্বারা ছড়ায়।
-
এই মশা সংক্রমিত ব্যক্তির রক্ত থেকে মাইক্রোফিলারিয়া (Microfilaria) গ্রহণ করে এবং পরে সুস্থ মানুষের শরীরে প্রবেশ করিয়ে সংক্রমণ ঘটায়।
-
রোগটি প্রধানত লিম্ফনাল ফাইলেরিয়াসিস (Lymphatic filariasis) নামে পরিচিত, যা লিম্ফনালী ও লিম্ফগ্রন্থিকে ফুলিয়ে দেয়, ফলে “এলিফ্যান্টিয়াসিস” বা হাতি-পা রোগ দেখা দেয়।
-
Anopheles ও Aedes কিছু অঞ্চলে অন্যান্য ফাইলেরিয়া পরজীবী বহন করতে পারে, তবে বাংলাদেশের ক্ষেত্রে মূল বাহক Culex quinquefasciatus।

0
Updated: 23 hours ago
কোন পরজীবি প্রানীর সংক্রমণে সিস্টি সারকোসিস রোগ হয়?
Created: 1 day ago
A
Taenia solium
B
Fasciola-hepatica
C
Taenia Saginata
D
Schistosoma

0
Updated: 1 day ago