'ল্যাম্পব্রাশ ক্রোমোসোম' থাকে-
A
মাছে
B
জেনোপাসে
C
পাখিতে
D
সাপে
উত্তরের বিবরণ
ল্যাম্পব্রাশ ক্রোমোসোম হলো বিশেষ ধরনের বৃহৎ ক্রোমোসোম, যা অমেরুদণ্ডী প্রাণীর ডিম্বাণুর (oocyte) নিউক্লিয়াসে দেখা যায়। এটি বিশেষত জেনোপাস (Xenopus) বা উভচর ব্যাঙের ডিম্বাণুতে উপস্থিত থাকে।
এই ক্রোমোসোমের ব্রাশের মতো গঠন সক্রিয় RNA সংশ্লেষণের জন্য দায়ী এবং ডিম্বাণুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

0
Updated: 13 hours ago