একজন সুস্থ পুরুষ হিমোফিলিক মহিলাকে বিয়ে করলে হিমোফিলিক পুত্র জন্মানোর সম্ভাবনা শতকরা কত ভাগ?
A
২৫ ভাগ
B
৫০ ভাগ
C
৭৫ ভাগ
D
১০০ ভাগ
উত্তরের বিবরণ
হিমোফিলিয়া একটি X-সংযুক্ত বংশগত রোগ, যেখানে ত্রুটিপূর্ণ জিনটি X ক্রোমোসোমে বহন করা হয়। সুস্থ পুরুষের জিন XY, আর হিমোফিলিক মহিলার জিন XʰXʰ।
-
পিতা থেকে পুত্র Y ক্রোমোসোম পায়।
-
মা থেকে পুত্র Xʰ ক্রোমোসোম পায়।
অতএব, প্রতিটি পুত্রের জিন হবে XʰY, অর্থাৎ হিমোফিলিক।
তবে প্রশ্নে বলা হয়েছে “হিমোফিলিক মহিলাকে বিয়ে করলে”—সেক্ষেত্রে সব পুত্রই হিমোফিলিক (১০০%) হবে।
কিন্তু যদি মহিলাটি বাহক (carrier) XʰX) হতেন, তবে ৫০% পুত্র হিমোফিলিক হতো।
অতএব, প্রদত্ত প্রশ্নে উত্তর হবে ১০০ ভাগ।

0
Updated: 13 hours ago