একাধিক রাইবোসোম ও mRNA-এর কমপ্লেক্সকে (Complex) একত্রে বলা হয়?
A
পলিমার
B
পলিসোম
C
নিউক্লিওসোম
D
পলিস্যাকারাইড
উত্তরের বিবরণ
পলিসোম বা পলিরাইবোসোম হলো এমন একটি জৈব কাঠামো, যেখানে একাধিক রাইবোসোম একই mRNA অণুর সাথে যুক্ত থেকে একযোগে প্রোটিন সংশ্লেষণ করে। এর মাধ্যমে একটি মাত্র mRNA থেকে একই সময়ে একাধিক প্রোটিন অণু তৈরি হয়।
-
গঠন: এটি mRNA ও একাধিক রাইবোসোমের সমন্বয়ে গঠিত একটি কমপ্লেক্স।
-
কাজের প্রক্রিয়া: প্রতিটি রাইবোসোম mRNA-এর ভিন্ন অংশ অনুবাদ করে প্রোটিন তৈরি করে, ফলে প্রোটিন উৎপাদন দ্রুত ও কার্যকর হয়।
-
গুরুত্ব: পলিসোম কোষে দ্রুত প্রোটিন সংশ্লেষণ নিশ্চিত করে, যা কোষের বৃদ্ধি ও বিপাক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।

0
Updated: 13 hours ago