নিক্রিয় জাইমোজেন এনজাইম যে এনজাইম দ্বারা সক্রিয় হয় তাকে বলা হয়?
A
লাইগেসেস
B
কাইনেসেস
C
পেপসিনোজেন
D
ট্রিপসিনোজেন
উত্তরের বিবরণ
অ্যাকটিভেটর এনজাইম হলো এমন এনজাইম, যা অন্য কোনো নিষ্ক্রিয় এনজাইম (জাইমোজেন বা প্রোএনজাইম)-কে সক্রিয় করে কার্যকর অবস্থায় পরিণত করে। এরা সাধারণত হজম প্রক্রিয়া ও রক্ত জমাট বাঁধার মতো জৈবিক ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
কাজের প্রক্রিয়া: অ্যাকটিভেটর এনজাইম জাইমোজেনের নির্দিষ্ট স্থানে যুক্ত হয়ে তার গঠন পরিবর্তন করে, ফলে জাইমোজেন সক্রিয় এনজাইমে রূপান্তরিত হয়।
-
উদাহরণ:
-
এন্টারোপেপ্টিডেস: এটি ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে রূপান্তর করে।
-
পাকস্থলীর অম্লীয় পরিবেশ: এটি পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তরিত করে।
-
-
এভাবে অ্যাকটিভেটর এনজাইম দেহে এনজাইম সক্রিয়করণ ও বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণে অপরিহার্য ভূমিকা রাখে।

0
Updated: 13 hours ago
ফুসফুসে বর্জ্য পদার্থ তৈরী হয় কোন কারনে?
Created: 14 hours ago
A
পরিপাকের কারণে
B
রেচন প্রক্রিয়ার কারণে
C
শ্বসনের কারণে
D
প্রজননের কারনে
মানবদেহের প্রতিটি কোষে চলমান স্বাভাবিক বিপাক প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের পাশাপাশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যা একটি বর্জ্য গ্যাস।
-
কোষে অক্সিজেন ব্যবহারের ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যা রক্তের মাধ্যমে ফুসফুসে পরিবাহিত হয়।
-
ফুসফুসে এসে এই গ্যাসটি শ্বাসত্যাগের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়।
-
তাই ফুসফুসে বর্জ্য পদার্থ তৈরি হয় না, বরং শরীরের কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডই ফুসফুসে এসে নিঃসৃত হয়।

0
Updated: 14 hours ago
RBC কোথা থেকে উৎপন্ন হয়?
Created: 1 day ago
A
অস্থিমজ্জা
B
যকৃত
C
হৃদপিণ্ড
D
ফুসফুস
উ. অস্থিমজ্জা
-
লোহিত রক্তকণিকা (RBC) বা ইরিথ্রোসাইট অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়।
-
অস্থিমজ্জা হলো হাড়ের ভেতরের নরম টিস্যু, যা প্রধানত মেরুদণ্ড, বুকের হাড়, পাজর ও উরুর হাড়ে অবস্থান করে।
-
এখানে থাকা স্টেম কোষ (Stem cells) থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, যা রক্তে অক্সিজেন পরিবহনে ভূমিকা রাখে।
-
ভ্রূণ অবস্থায় যকৃত (Liver) ও প্লীহা (Spleen) থেকেও সাময়িকভাবে RBC তৈরি হয়, কিন্তু জন্মের পর থেকে প্রধানত অস্থিমজ্জাই এ কাজটি সম্পন্ন করে।
-
RBC-র মধ্যে থাকা হিমোগ্লোবিন (Hemoglobin) অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড পরিবহনে সহায়তা করে।

0
Updated: 1 day ago