Gonozooids-এর কাজ কোনটি?
A
খাদ্য গ্রহণ
B
প্রজনন
C
প্রতিরক্ষা
D
সবগুলি
উত্তরের বিবরণ
গনোজুয়েড হলো এমন এক ধরনের প্রজননকারী অঙ্গ, যা গ্যামেট (শুক্রাণু বা ডিম্বাণু) উৎপাদনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করে। এদের প্রধান ভূমিকা হলো প্রজন্মের পরিবর্তন (alternation of generation) ঘটানো।
-
গনোজুয়েড সাধারণত হাইড্রোজোয়ান, টিউনিকেট ও ব্রায়োজোয়ান উপনিবেশে দেখা যায়।
-
এরা উপনিবেশের যৌন প্রজননের জন্য বিশেষায়িত ব্যক্তিরূপে কাজ করে।
-
গনোজুয়েড থেকে উৎপন্ন গ্যামেট সংযোজনের (fertilization) মাধ্যমে নতুন জীব বা প্রজন্মের সূচনা করে।
-
ফলে উপনিবেশে অযৌন ও যৌন প্রজননের পর্যায়ক্রমিক পরিবর্তন বজায় থাকে।

0
Updated: 14 hours ago
দুটি হেটারোজাইগাস উদ্ভিদের মধ্যে সংকরায়নের ফলে F2 প্রজন্মে ফেনোটাইপিক অনুপাত কত?
Created: 13 hours ago
A
৯:৩:৪
B
৯:৩:৩:১
C
৯:৭
D
১২:৩:১
একক বৈশিষ্ট্যের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে বৈশিষ্ট্যের অনুপাত হয় ৩:১, যা মেন্ডেলের একগুণ বিশ্লেষণ (Monohybrid cross)-এর ফল। এতে একটি মাত্র বৈশিষ্ট্য যেমন বীজের রং বা আকৃতি বিবেচনা করা হয়, যেখানে প্রভাবশালী (dominant) ও অপ্রভাবশালী (recessive) বৈশিষ্ট্যের অনুপাত ৩:১ পাওয়া যায়।
-
উদাহরণ: মটরগাছের বীজের রঙ নিয়ে পরীক্ষায় হলুদ (প্রভাবশালী) ও সবুজ (অপ্রভাবশালী) বীজের অনুপাত ছিল ৩ হলুদ : ১ সবুজ।
দুটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে অনুপাত হয় ৯:৩:৩:১, যা দ্বিগুণ বিশ্লেষণ (Dihybrid cross)-এর ফল। এতে দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের উত্তরাধিকার একই সঙ্গে বিশ্লেষণ করা হয়।
-
উদাহরণ: বীজের রঙ (হলুদ/সবুজ) ও আকৃতি (গোল/কুঁচকানো) একসাথে বিবেচনা করলে অনুপাত দাঁড়ায় ৯ গোল হলুদ : ৩ কুঁচকানো হলুদ : ৩ গোল সবুজ : ১ কুঁচকানো সবুজ।

0
Updated: 13 hours ago