ডি-অক্সিরাইবোজ সুগারে নিম্নের কোনটি কম থাকে?
A
H
B
OH
C
PO4
D
S
উত্তরের বিবরণ
ডি-অক্সিরাইবোজ হলো রাইবোজের একটি পরিবর্তিত রূপ, যেখানে দ্বিতীয় কার্বনে একটি হাইড্রক্সিল (–OH) গ্রুপের পরিবর্তে শুধু হাইড্রোজেন (–H) থাকে। এই কারণেই একে “ডি-অক্সি” বলা হয়, অর্থাৎ একটি অক্সিজেন কম। ফলে ডি-অক্সিরাইবোজে রাইবোজের তুলনায় OH কম থাকে।

0
Updated: 14 hours ago