These books _______ me.
A
belongs to
B
belong to
C
are belonged by
D
belongs by
উত্তরের বিবরণ
✅ সঠিক উত্তর: খ) belong to
Complete Sentence: These books belong to me.
🔹 Subject–Verb Agreement (বিষয়-ক্রিয়া মিল):
একটি বাক্যে ক্রিয়াটি নির্ভর করে বিষয়টির (Subject) person (পুরুষ) ও number (একবচন/বহুবচন) এর ওপর। এ নিয়মকে Subject–Verb Agreement বা Concord বলা হয়।
নিয়ম:
1. যদি Subject singular (একবচন) হয়, তাহলে verb-ও singular হবে।
-
যেমনঃ He writes every day.
2. যদি Subject plural (বহুবচন) হয়, তাহলে verb-ও plural হবে।
-
যেমনঃ They write every day.
🔹 These books একটি plural subject, তাই এর সাথে plural verb belong ব্যবহৃত হয়েছে।
-
Plural verb-এর শেষে s/es যোগ হয় না।
-
Plural subject মানে একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায়।
অন্যান্য অপশনগুলো কেন ভুল:
ক) belongs to — belongs হলো singular verb, কিন্তু these books হলো plural subject, তাই ভুল।
গ) are belonged by — belong ক্রিয়াটি passive form-এ ব্যবহৃত হয় না, এবং এখানে preposition-ও ভুল।
ঘ) belongs by — এখানে দুইটি ভুল আছে:
-
belongs হলো singular verb, কিন্তু subject বহুবচন।
-
by preposition টি belong verb-এর জন্য সঠিক নয়।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
Only after I ____ home, did I remember my doctor's appointment.
Created: 1 month ago
A
going
B
go
C
went
D
gone
✅ "Only after", "Only if", "Only in this way" ইত্যাদি বাক্যের শুরুতে বসলে—
এরপরের বাক্যে (Clause-2) Auxiliary verb (সহকারি ক্রিয়া) Subject-এর আগে বসে।
এই নিয়মকে বলা হয় Inversion (উল্টানো বাক্যগঠন)।
উদাহরণ দিয়ে সহজভাবে বোঝাই
-
সাধারণভাবে বললে:
➤ You could play only after lunch.
➤ I would accept this position only if everybody agreed. -
কিন্তু "Only after" বা "Only if" বাক্যের শুরুতে এলে বাক্য হবে:
✅ Only after lunch could you play.
✅ Only if everybody agreed would I accept this position.
এখানে দেখা যাচ্ছে, "could" ও "would" Subject ("you", "I") এর আগে চলে এসেছে।
Past tense + After → বিশেষ নিয়ম
যদি বাক্যে Past tense থাকে এবং After ব্যবহার হয়, তখন সাধারণভাবে "after"-এর পরে Past Perfect ব্যবহার হয়। যেমন:
➤ After I had gone home, I remembered my doctor’s appointment.
কিন্তু যদি "Only after" বাক্যের শুরুতে বসে, তখন Past Indefinite ব্যবহার করলেই হয়:
✅ Only after I went home did I remember my doctor’s appointment.
এখানে "did I remember" এই অংশটি Inversion-এর উদাহরণ।
যখন "Only after", "Only if", ইত্যাদি দিয়ে বাক্য শুরু হয়, তখন পরের অংশে Auxiliary verb (did, could, would) Subject-এর আগে বসে। আর Past tense থাকলে "Only after" এর পরে Past Indefinite হলেই চলে।
উদাহরণগুলো আবার দেখে নেই:
-
✅ Only after lunch could you play.
-
✅ Only if everybody agreed would I accept this position.
-
✅ Only after I went home did I remember my doctor’s appointment.

0
Updated: 1 month ago
The people who carry a coffin at a funeral are called ________.
Created: 1 month ago
A
undertakers
B
supporters
C
pallbearers
D
Mourners
• Pallbearers (noun):
ইংরেজি অর্থ: এমন ব্যক্তি যিনি কোনো অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিন বহনে সাহায্য করেন অথবা যারা কফিন বহনকারীদের পাশে হাঁটেন।
বাংলা অর্থ: অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যারা কফিন বা শবযানের চারপাশে থেকে এক পাশে ধরে নিয়ে যান এবং শোক প্রকাশ করেন।
• নিচের বিকল্প শব্দগুলো:
• Undertaker (noun):
ইংরেজি অর্থ: যিনি মৃতদেহ কবর বা দাহ করার জন্য প্রস্তুত করেন এবং পুরো অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেন – এটি তাঁর পেশা।
বাংলা অর্থ: যিনি মৃতদেহ সৎকারের জন্য তৈরি করেন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্ব নেন; মুরদাফরাশ বা অন্ত্যকর্মকারী।
• Supporter (noun):
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি, যিনি কোনো ব্যক্তি, দল বা মতাদর্শকে সমর্থন করেন।
বাংলা অর্থ: সমর্থনকারী; যিনি কোনো কিছু বা কাউকে সহায়তা বা সমর্থন করেন।
• Mourner (noun):
ইংরেজি অর্থ: যিনি কারও মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন বা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।
বাংলা অর্থ: শোক পালনকারী ব্যক্তি, বিশেষ করে মৃতের আত্মীয় বা বন্ধু; শোকার্ত বা শবানুযাত্রী।
তথ্যসূত্র: ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 1 month ago
Rishan walks as if he ____ lame.
Created: 1 month ago
A
is
B
had been
C
has
D
were
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.
• As if/as though (conjunction) এর ব্যবহার:
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.

0
Updated: 1 month ago