A
belongs to
B
belong to
C
are belonged by
D
belongs by
উত্তরের বিবরণ
✅ সঠিক উত্তর: খ) belong to
Complete Sentence: These books belong to me.
🔹 Subject–Verb Agreement (বিষয়-ক্রিয়া মিল):
একটি বাক্যে ক্রিয়াটি নির্ভর করে বিষয়টির (Subject) person (পুরুষ) ও number (একবচন/বহুবচন) এর ওপর। এ নিয়মকে Subject–Verb Agreement বা Concord বলা হয়।
নিয়ম:
1. যদি Subject singular (একবচন) হয়, তাহলে verb-ও singular হবে।
-
যেমনঃ He writes every day.
2. যদি Subject plural (বহুবচন) হয়, তাহলে verb-ও plural হবে।
-
যেমনঃ They write every day.
🔹 These books একটি plural subject, তাই এর সাথে plural verb belong ব্যবহৃত হয়েছে।
-
Plural verb-এর শেষে s/es যোগ হয় না।
-
Plural subject মানে একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায়।
অন্যান্য অপশনগুলো কেন ভুল:
ক) belongs to — belongs হলো singular verb, কিন্তু these books হলো plural subject, তাই ভুল।
গ) are belonged by — belong ক্রিয়াটি passive form-এ ব্যবহৃত হয় না, এবং এখানে preposition-ও ভুল।
ঘ) belongs by — এখানে দুইটি ভুল আছে:
-
belongs হলো singular verb, কিন্তু subject বহুবচন।
-
by preposition টি belong verb-এর জন্য সঠিক নয়।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 4 days ago
"I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
Created: 5 days ago
A
desire
B
hope
C
dream
D
wish
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dream.
- Complete sentence: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
- Speech by the Rev. Martin Luther King At the ''March on Washington''.
- উপরিউক্ত উক্তিটি মার্কিন বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং এর বক্তৃতা থেকে উদ্ধৃত।
• মার্টিন লুথার কিং জুনিয়র:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
Source: Britannica.

0
Updated: 5 days ago
My uncle arrived while I _____ the dinner.
Created: 1 week ago
A
would cook
B
had cooked
C
cook
D
was cooking
• সঠিক উত্তর: was cooking
সম্পূর্ণ বাক্য: My uncle arrived while I was cooking the dinner.
• While ব্যবহার করে দুটি ঘটনা যুক্ত হলে –
– যদি while–এর আগে ঘটে যাওয়া ঘটনাটি past indefinite tense–এ থাকে, তাহলে পরবর্তী অংশে past continuous tense ব্যবহৃত হয়।
– আবার, while–এর সঙ্গে যুক্ত অংশটি যদি past continuous tense হয়, তবে অপর অংশটি সাধারণত past indefinite tense–এ হয়।

0
Updated: 1 week ago
He gave up ____ football when he got married.
Created: 2 weeks ago
A
to play
B
playing
C
play
D
of playing
সাধারণত, যখন দুটি verb একসাথে ব্যবহৃত হয়, তখন দ্বিতীয় verb-টি সাধারণত verb + ing রূপে ব্যবহৃত হয়।
-
তাছাড়া, কোনো preposition এর পরেও verb + ing যুক্ত শব্দ বা gerund বসে থাকে।
• তাই এই কারণে সঠিক উত্তর হবে: playing
সম্পূর্ণ বাক্য: He gave up playing football when he got married.
• “Give up” এর পর সাধারণত verb + ing যুক্ত রূপ ব্যবহৃত হয়। কিছু উদাহরণ:
-
I gave up going to the theatre when I moved out of London.
-
He gave up playing football when he got married.
-
Why don’t you give up smoking?
-
I gave up playing cricket when I got a job.

0
Updated: 2 weeks ago