বাংলার ইতিহাসে এই সময়টি হাবশী বংশোদ্ভূত শাসকদের স্বল্পস্থায়ী শাসনকাল হিসেবে পরিচিত। তারা মূলত আফ্রিকার ইথিওপীয় হাবশি জাতির অন্তর্ভুক্ত ছিলেন এবং বাংলার ক্ষমতা দখল করে স্বতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেন।
শাসনকাল: ১৪৮৭ সাল থেকে প্রায় ১৪৯৩ বা ১৪৯৪ সাল পর্যন্ত।
-
শাসক সংখ্যা: মোট চারজন হাবশি শাসক বাংলার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।
-
এই সময়ে হাবশি শাসকেরা দিল্লি সালতানাতের প্রভাব থেকে স্বাধীন হয়ে নিজস্ব শাসন পরিচালনা করতেন।
-
তাদের শাসনকাল ছিল তুলনামূলকভাবে অল্পদিনের, তবে তা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ অধ্যায় সৃষ্টি করে।