দিল্লি সালতানাতের কোন সুলতানকে দাসের দাস বলা হয়?
A
মুহম্মদ ঘুরী
B
আরাম শাহ
C
কুতুব উদ্দিন আইবেক
D
ইলতুৎমিশ
উত্তরের বিবরণ
ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের ‘দাসের দাস’ বলা হয়, কারণ তিনি ছিলেন একসময়ের দাস কুতুবউদ্দীন আইবকের ক্রয়কৃত দাস। পরে নিজের যোগ্যতা, বুদ্ধিমত্তা ও সামরিক দক্ষতার দ্বারা তিনি সুলতান হিসেবে প্রতিষ্ঠিত হন।
ইলতুৎমিশ (১২১০–১২৩৬) ছিলেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা।
-
তাঁর পূর্ণ নাম ছিল শামসুদ্দীন ইলতুৎমিশ, এবং তিনি তুর্কিস্তানের ইলবারি গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
-
জনশ্রুতি অনুযায়ী, তাঁর বুদ্ধিমত্তা ও সৌন্দর্যে ভাইদের ঈর্ষা জন্মায়, ফলে তারা তাঁকে বাল্যকালে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেয়।
-
দুর্ভাগ্য সত্ত্বেও তিনি নিজের গুণাবলিতে উজ্জ্বল ছিলেন।
-
দিল্লির শাসক কুতুবউদ্দীন আইবক তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে উচ্চমূল্যে ক্রয় করেন।
-
ধীরে ধীরে তাঁর পদোন্নতি হতে থাকে এবং তিনি বদায়ুনের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন।
-
পরবর্তীতে তাঁর বিবাহ সুলতানের এক কন্যার সঙ্গে হয়।
-
কুতুবউদ্দীনের মৃত্যুর পর, ১২১০ খ্রিস্টাব্দে ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং দিল্লি সালতানাতকে একটি স্থায়ী রূপ দেন।

0
Updated: 15 hours ago