শহীদদের মঞ্চ' নামে খাত কোন্ যুদ্ধ?
A
ইয়ামামার যুদ্ধ
B
টুরসের যুদ্ধ
C
তোস্তার যুদ্ধ
D
ওয়াদিলাক্কোর যুদ্ধ
উত্তরের বিবরণ
৭৩১ খ্রিস্টাব্দে, স্পেনে দীর্ঘ ছয় বছরের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খলিফা হিশাম আব্দুর রহমান আল-গাফিকীকে স্পেনে প্রেরণ করেন।
মূল ধারণাসমূহ—
-
স্পেনের স্থানীয় শাসক ইউডিজ, ফ্রান্সের ফ্র্যাঙ্ক রাজা চার্লস মার্টেল-এর সহায়তা নিয়ে আব্দুর রহমানের অগ্রযাত্রা রোধের চেষ্টা করেন।
-
এর ফলেই ৭৩২ খ্রিস্টাব্দে টুরসের যুদ্ধ (Battle of Tours) সংঘটিত হয়।
-
এই যুদ্ধে আব্দুর রহমান আল-গাফিকী শহিদ হন, যদিও তাঁর নেতৃত্বে মুসলমানরা বীরত্বপূর্ণ সংগ্রাম চালায়।
-
ইসলামী ইতিহাসে এই যুদ্ধটি পরিচিত “বালাত উশ-শুহাদা” (Balat al-Shuhada) নামে, যার অর্থ “শহিদদের মঞ্চ”।
-
এই যুদ্ধ ইউরোপে ইসলামী অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত।

0
Updated: 17 hours ago
খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় কোন্ মতবাদের উদ্ভব হয়?
Created: 18 hours ago
A
আশআরী
B
মুতাজিলা
C
মুরজিয়া
D
খারেজী
মুতাযিলা (Mu‘tazila) ছিল ইসলামের ইতিহাসে একটি যুক্তিবাদী ও দার্শনিক চিন্তাধারার সম্প্রদায়, যারা ধর্মীয় বিষয়গুলোকে যুক্তি ও বুদ্ধির আলোকে বিশ্লেষণ করার পক্ষে ছিল।
মূল ধারণাসমূহ—
-
মুতাযিলারা বিশ্বাস করতেন, বুদ্ধিই সত্য ও মিথ্যা নির্ধারণের মূল মানদণ্ড।
-
তারা মানব স্বাধীন ইচ্ছা (Free Will)-এর পক্ষপাতী এবং নিয়তিবাদের (Fatalism) বিরোধী ছিল।
-
আব্বাসীয় খলিফা আল-মামুন (খলিফা: ৮১৩–৮৩৩ খ্রি.) এই মতবাদকে রাজধর্ম হিসেবে স্বীকৃতি দেন।
-
আল-মামুনের শাসনামলে মুতাযিলা মতবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় এবং বৈজ্ঞানিক ও দার্শনিক গবেষণার উন্মেষ ঘটে।
-
এই কারণে তাঁর যুগকে ইসলামী সভ্যতার জ্ঞানচর্চার স্বর্ণযুগ বলা হয়।

0
Updated: 18 hours ago
আফগান জাতীয় আন্দোলন ও পুনর্জাগরনের নেতা কে ছিলেন?
Created: 18 hours ago
A
তাজ খান
B
শের খান
C
দাউদ খান
D
সুলায়মান খান
কনৌজের যুদ্ধে মোগল সম্রাট হুমায়ুন শেরশাহ সুওরির কাছে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হন।
মূল ধারণাসমূহ—
-
এই পরাজয়ের ফলে জহিরউদ্দিন মুহাম্মদ বাবর কর্তৃক প্রতিষ্ঠিত ভারতে মোগল বংশের সাময়িক পতন ঘটে।
-
বিজয়ের পর শেরশাহ সুওরি ভারতে শূর শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন।
-
তাঁর শাসনামলে পুনরায় আফগান আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে তিনি একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠন করেন।
-
শেরশাহের এই বিজয় ভারতীয় ইতিহাসে মোগল শাসনের প্রথম বড় বিপর্যয় হিসেবে বিবেচিত হয়।

0
Updated: 18 hours ago
মি'রাজ শব্দের অর্থ কী?
Created: 18 hours ago
A
উর্ধ্বগমন
B
আকাশ ভ্রমণ
C
রাত্রীকালিন ভ্রমণ
D
ভূ-পৃষ্ঠ ভ্রমণ
৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২৬ তারিখে নবী মুহাম্মদ (সা.) আল্লাহর নির্দেশে বোরাক নামের দ্রুতগতির বাহনে আরোহন করে আরশে আজিমে গমন করেন। এই ঘটনায় তিনি আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশনা প্রাপ্ত হন।
মূল ধারণাসমূহ—
-
‘মিরাজ’ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন বা উপরে আরোহণ।
-
এটি নবীজির জীবনের অন্যতম অলৌকিক ঘটনা।
-
এই সফরে নবী মুহাম্মদ (সা.) আসমানের বিভিন্ন স্তর পরিদর্শন করেন এবং পূর্ববর্তী নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
-
মিরাজের মাধ্যমেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়, যা ইসলামী জীবনের অন্যতম মৌলিক ইবাদত।

0
Updated: 18 hours ago