বারো ভুঁইয়াদের জনৈক উসমান কোন্ এলাকার জমিদার ছিলেন?
A
যশোহর
B
নোয়াখালী
C
খুলনা
D
ময়মনসিংহ
উত্তরের বিবরণ
দাউদ খান কররানীর মৃত্যুর পর মুঘলরা যখন রাজধানী তান্ডা দখল করে নেয়, তখন মানসিংহের নেতৃত্বে উড়িষ্যা থেকে বিতাড়িত হয়ে খাজা উসমান ও তাঁর ভাইয়েরা বাংলায় আশ্রয় নেন। তাঁদের আগমন ও কার্যক্রম সম্পর্কে মূল তথ্যগুলো হলো—
-
দাউদ খান কররানীর মৃত্যু ও তান্ডা মুঘল অধিকারের পর তাঁরা বাংলায় প্রবেশ করেন।
-
মানসিংহের চাপের মুখে উড়িষ্যা থেকে সরে এসে তাঁরা বাংলার দিকে অগ্রসর হন।
-
সাতগাঁও ও ভূষণার পথ ধরে তাঁরা বুকাইনগরে (বর্তমান বৃহত্তর ময়মনসিংহ জেলা) এসে পৌঁছান।
-
এখানে এসে নিজেদের জন্য একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে আঞ্চলিক ক্ষমতার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
-
এই তথ্যের উৎস: বাংলাপিডিয়া (Banglapedia)।

0
Updated: 17 hours ago